5G ট্রায়ালে পূর্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল Vodafone Idea, পেল 5.92Gbps স্পিড

By :  SUPARNAMAN
Update: 2022-05-14 12:30 GMT

প্রযুক্তিগত সহায়ক Ericsson -কে সঙ্গী করে 5G ট্রায়ালে ফের বড়োসড়ো সাফল্য পেল দেশের ৩য় বৃহৎ টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া (Vi)। মহারাষ্ট্রের পুনে শহরে 5G ট্রায়াল চালিয়ে সম্প্রতি এই সংস্থা ৫.৯২ গিগাবাইট/সেকেন্ডের (Gbps) রেকর্ড ভাঙ্গা ডাউনলোড স্পিড প্রত্যক্ষ করেছে। একক ডিভাইসে পরীক্ষা চালিয়ে Vi উক্ত দ্রুততর ডাউনলোড গতি অর্জন করেছে বলে প্রকাশ্যে এসেছে। সেক্ষেত্রে এরিকসনের সাথে জোট বেঁধে প্রাপ্ত এই সাফল্য ভবিষ্যতে উচ্চগতির 5G পরিষেবা প্রদানের ক্ষেত্রে Vi -কে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে পারে।

5G ট্রায়ালে রেকর্ড স্পিড অর্জনে সফল Vi - নেপথ্যে অত্যাধুনিক প্রযুক্তি

জানিয়ে রাখি, আলোচ্য ট্রায়ালের জন্য ভিআই (Vi) ও এরিকসন মূলত মিডব্যান্ড এবং এমএমওয়েভ (mmWave) ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহার করেছে। এছাড়া উক্ত ট্রায়ালে এরিকসনের ম্যাসিভ MIMO বা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট রেডিও সহ ক্লাউড নেটিভ ডুয়াল মোড 5G কোর প্রযুক্তি সম্পন্ন স্ট্যান্ডঅ্যালোন (SA) এবং নিউ রেডিও ডুয়াল কানেক্টিভিটি বা NR-DC সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।

উপরোক্ত 5G SA NR-DC সফটওয়্যারের সাহায্যে ভোডাফোন আইডিয়া হাই স্পিড পারফরম্যান্স প্রদানের সাথে ল্যাটেন্সি নির্ভর বিভিন্ন AR/VR অ্যাপ্লিকেশন চালনা, 8K ভিডিও স্ট্রিমিং প্রভৃতি ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হয়ে উঠতে পারে। এর ফলে বহু ইউজার আগামীদিনে Vi 5G কানেকশনের প্রতি নতুন করে আকৃষ্ট হতে পারেন।

উল্লেখ্য, এই প্রথম নয় বরং দীর্ঘদিন ধরেই ভিআই 5G ট্রায়ালের কাজ চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এর আগে এই টেলকো সর্বাধিক ৪ জিবিপিএসের ডাউনলোড গতি প্রত্যক্ষ করতে সফল হয়। তবে সাম্প্রতিক পরীক্ষা চলাকালীন কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট (DoT) প্রদত্ত স্পেকট্রাম ব্যবহার করে ভিআই ৫.৯২ জিবিপিএসের রেকর্ড ডাউনলোড স্পিড অর্জন করেছে, যা এক কথায় অভূতপূর্ব।

গ্রাহকদের বিশ্বমানের 5G কানেক্টিভিটি দিতে তৈরী Vodafone Idea

পরিশেষে বলতে হয় ভোডাফোন আইডিয়া বা Vi -এর বর্তমান সিটিও (CTO) অর্থাৎ চীফ টেকনোলজি অফিসার জগবীর সিংহ জানিয়েছেন যে আসন্ন 5G পরিষেবা দ্বারা তাদের সংস্থা গ্রাহকদের বাড়তি চাহিদা মেটানোর পাশাপাশি তাদের বিশ্বমানের কানেক্টিভিটি প্রদানের জন্য প্রস্তুত হচ্ছে।

Tags:    

Similar News