প্রয়োজনীয় মেসেজ সহজে খুঁজে পাওয়া যাবে, WhatsApp আনছে চ্যাট ফিল্টার ফিচার

By :  techgup
Update: 2022-05-14 11:45 GMT

একথা আর নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে, ইউজারদের ব্যবহারিক এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে প্রায়শই নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করে থাকে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। এবার ব্যবহারকারীদের জন্য এক অত্যন্ত কার্যকর ফিচার নিয়ে আসতে চলেছে সংস্থাটি। বর্তমানে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে এই মেসেজিং অ্যাপটির জুড়ি মেলা ভার। তাই চ্যাট লিস্টে বহু মানুষের সমাগমে অনেক সময়ই নির্দিষ্ট কাউকে খুঁজে পেতে অসুবিধা হয় ইউজারদের। এই সমস্যার সমাধান করতেই এবার Meta (মেটা) মালিকানাধীন মেসেজিং অ্যাপ্লিকেশনটি চ্যাট ফিল্টার (Chat filter) নামক একটি ফিচার নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে, যাতে অতি সহজেই এবং খুব দ্রুত ইউজাররা দরকারি চ্যাটটি খুঁজে পেতে পারেন।

আপনাদেরকে জানিয়ে রাখি যে, হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার ফিচারটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড, আইওএস, এবং ডেস্কটপের বিজনেস অ্যাকাউন্টগুলির জন্য উপলব্ধ। তবে হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, এবার সংস্থাটি এই ফিচারটিকে নন-বিজনেস অ্যাকাউন্টগুলিতেও রোলআউট করার পরিকল্পনা করছে। সোজা কথায় বললে, হোয়াটসঅ্যাপ ভবিষ্যতের আপডেটে সমস্ত ব্যবহারকারীদের জন্যই এই ফিচারটি উপলব্ধ করবে বলে জানা গিয়েছে। Wabetainfo একথাও উল্লেখ করেছে যে, ইউজাররা কিছু সার্চ না করলেও ফিল্টার বাটনটি সর্বদাই দৃশ্যমান হবে।

এর আগে ডেক্সটপের হোয়াটসঅ্যাপ বিটায় চ্যাট ফিল্টার ফিচারটিকে দেখা গিয়েছিল। আর ভবিষ্যতের আপডেটে হোয়াটসঅ্যাপ, অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর বিটা টেস্টারদের জন্য এই ফিচারটিকে নিয়ে আসবে। প্রতিবেদনে বলা হয়েছে যে, এই ফিচারটি ইতিমধ্যেই সেইসব ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে যারা দুই সপ্তাহ আগে হোয়াটসঅ্যাপ বিটা ইউডব্লিউপি (UWP) ২.২২১৬.৪.০ ভার্সন ইনস্টল করেছিলেন। তবে স্ট্যান্ডার্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলির জন্য এটি এখনও বিকাশের অধীনে রয়েছে, এবং খুব শীঘ্রই ফিচারটির স্টেবল ভার্সনের জন্য রোলআউট হবে বলে আশা করা যেতে পারে।

এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে আর-একটি দুর্দান্ত ফিচার আসতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই এই অ্যাপটির মাধ্যমে বড়োসড়ো সাইজের ফাইল (২ জিবি পর্যন্ত) শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। এখনও পর্যন্ত এই অ্যাপে ভিডিও, ভয়েস নোট, এবং ফটোর জন্য সর্বাধিক ১৬ এমবির ফাইল শেয়ার করা যায়। অন্যদিকে, ডকুমেন্টের ক্ষেত্রে ১০০ এমবি পর্যন্ত সাইজের ফাইল শেয়ার করার সুযোগ রয়েছে, তার বেশি হয়ে গেলেই ভোগান্তি পোহাতে হয় ইউজারদের। তাই এই ফিচারটি যে ব্যবহারকারীদের জন্য অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

এছাড়া, গ্রুপের জন্যেও একটি চমৎকার ফিচার নিয়ে হাজির হয়েছে WhatsApp। এতদিন পর্যন্ত একটি গ্রুপে সর্বাধিক ২৫৬ জন মেম্বারকে অ্যাড করতে দিত সংস্থাটি। অর্থাৎ, যদি কোনো গ্রুপের মেম্বারের সংখ্যা ২৫৬-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ব্যবহারকারীদের আবার অন্য একটি নতুন গ্রুপ তৈরি করতে হতো। কিন্তু এবার ২৫৬ জনের পরিবর্তে একটি গ্রুপে মোট ৫১২ জন মেম্বারকে অ্যাড করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। ফলে এবার এক ছাতার তলায় আরও বেশি সংখ্যক মানুষের সমাগমে এক জোরদার চ্যাটিংয়ের পরিবেশ সৃষ্টি করতে এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি যে ইউজারদেরকে ব্যাপকভাবে সাহায্য করবে, সেকথা অস্বীকার করার কোনো উপায় নেই।

Tags:    

Similar News