WhatsApp গ্রুপে যোগ দিতে লাগবে মেম্বারশিপ! খুব শীঘ্রই নতুন ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম
Meta (মেটা) মালিকানাধীন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এ খুব শীঘ্রই আরও একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে। যদিও এটি ইউজারদের জন্য ততটাও ইতিবাচক হবে বলে মনে হচ্ছে না! আসলে সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, বর্তমানে সংস্থাটি 'Group Membership Approval' (গ্রুপ মেম্বারশিপ অ্যাপ্রুভাল) নামক নতুন ফিচার টেস্ট করছে। আর নয়া ফিচারটির আগমন ঘটলে যেকোনো WhatsApp Group (গ্রুপ)-এ যোগ দিতে গেলে ইউজারদেরকে মেম্বারশিপ নিতে হবে বলে খবর পাওয়া গিয়েছে।
অ্যাডমিনের সদস্যপদ প্রদানের অধিকার থাকবে
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র একটি নতুন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অ্যান্ড্রয়েডের (Android) বিটা ভার্সনে এই নতুন ফিচারটিকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে মেটা মালিকানাধীন সংস্থাটি। জানা গিয়েছে যে, নতুন ফিচারটি আসার পর কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করতে হলে সমস্ত মেম্বারকে প্রথমে সেই গ্রুপের অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট সেন্ড করতে হবে। এরপর অ্যাডমিন সেই রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলে তবেই ব্যবহারকারীরা গ্রুপে যোগ দিতে পারবেন।
অর্থাৎ সোজা কথায় বললে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনের অনুমোদন না পেলে সংশ্লিষ্ট গ্রুপটিতে কোনো মেম্বার জয়েন করতে পারবেন না। আরও ভালোভাবে বললে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা থাকবে, সে সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরো বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে গ্রুপ অ্যাডমিনদের। এই প্রসঙ্গে WABetaInfo আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। এক্ষেত্রে বলে রাখি, নতুন ফিচারটি আসার পর ইনভাইট লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হলেও ইউজারদের অ্যাডমিনের অনুমোদনের প্রয়োজন হবে। বর্তমানে ইনভাইট লিঙ্কে ক্লিক করে ব্যবহারকারীরা সরাসরি গ্রুপে যোগ দিতে পারেন, তবে নয়া ফিচারটির আগমন ঘটলে এই সুবিধা আর পাওয়া যাবে না।
গ্রুপ মেম্বারের সর্বোচ্চ সংখ্যা এখন ৫১২ জন
এত গেল আসন্ন ফিচারের কথা। সম্প্রতি WhatsApp Group-এর জন্য আর-একটি দুর্দান্ত ফিচার রোলআউট করেছে Meta মালিকানাধীন সংস্থাটি। এই ফিচারের সাহায্যে একটি গ্রুপে মোট ৫১২ জন মেম্বারকে অ্যাড করা যাবে, যেখানে এতদিন পর্যন্ত একটি গ্রুপে সর্বোচ্চ ২৫৬ জন সদস্যকে সংযুক্ত করা যেত। এতে কোনো গ্রুপের মেম্বারের সংখ্যা ২৫৬-এর চেয়ে বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ব্যবহারকারীদের আবার অন্য একটি গ্রুপ তৈরি করতে হতো। তবে এখন নতুন ফিচারটির আগমন ঘটায় এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন ইউজাররা।