সকলের অজান্তে গ্রুপ থেকে ইচ্ছেমত লিভ করতে পারবেন ইউজাররা, WhatsApp আনছে নতুন ফিচার
বর্তমানে একে অপরের সঙ্গে ২৪×৭ কানেক্টেড থাকার জন্য বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর গুরুত্ব অপরিসীম। পরিচিতদের সঙ্গে গল্পগুজব, দরকারি চ্যাট, কিংবা নিছক আড্ডা – এখনকার ডিজিটাল যুগে Meta (মেটা) মালিকানাধীন এই অ্যাপটি যেকোনোরকম যোগাযোগের সহজ ক্ষেত্র। আর এই প্ল্যাটফর্মে চ্যাটিংয়ের পরিবেশকে আরও জোরদার করে তোলার জন্য এখন অনেকেই নিজেদের পছন্দের মানুষদের নিয়ে তৈরি করে ফেলছেন এক-একটা WhatsApp Group (গ্রুপ)।
অফিস কলিগদের গ্রুপ, বন্ধুদের গ্রুপ, কিংবা আত্মীয় পরিজনদের গ্রুপ – আজকাল প্রায় সবার ফোনেই এই ধরনের আলাদা আলাদা গ্রুপের অস্তিত্ব মেলে, যেখানে সারাদিন ধরে অগুনতি মেসেজের আদানপ্রদান চলতে থাকে। আর নিজেদের ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, কমবেশি আমাদের প্রত্যেককেই এই ধরনের কোনো না কোনো গ্রুপে শামিল থাকতেই হয়। তবে অনেক সময়েই এই বিপুল সংখ্যক মেসেজ আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আসলে আমাদের প্রত্যেকের চ্যাট লিস্টেই এমন কেউ না কেউ থাকেই, যাদের মূল কাজই হল ২৪ ঘণ্টা হোয়াটসঅ্যাপ করা; ফলে কারণে-অকারণে তারা সারাদিন ধরে গ্রুপে মেসেজ পাঠিয়ে যায়। আর মুষ্টিমেয় কিছুজনের জন্য বাকি সদস্যদের মনোক্ষুণ্ণ করে গ্রুপ থেকে বেরিয়ে আসাও সম্ভব হয়ে ওঠে না। কেননা কেউ গ্রুপ থেকে বেরিয়ে গেছে, সেটা জানাজানি হলেই তার কারণ নিয়ে নানা কথা উঠবে আর একে অপরের মধ্যে খামোখা মনোমালিন্যের সৃষ্টি হবে! সেক্ষেত্রে এই সমস্যার হাত থেকে ইউজারদের মুক্তি দিতে এবার এক নয়া ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।
বর্তমানে যখন ইউজাররা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এক্সিট করেন, তখন সেই ইউজারের নাম (ধরা যাক XXX) উল্লেখ করে “XXX left” লেখা একটি মেসেজ চ্যাট উইন্ডোতে প্রদর্শিত হয়। এর ফলে গ্রুপের সকল সদস্যরা জানতে পেরে যান যে, ওই ব্যক্তিটি গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন। আর জানতে পেরে যান বলেই যাবতীয় সমস্যার কিংবা মনকষাকষির সূত্রপাত হয়। তবে যদি জানাই না যায়, তাহলেই আর কোনো সমস্যা থাকে না। আর তাই ঘুণাক্ষরেও কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে ইউজারদেরকে গ্রুপ থেকে বেরিয়ে যেতে এবার সাহায্য করবে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, মেটা মালিকানাধীন ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার সুবাদে ইউজাররা কাউকে কিছু না জানিয়েই গ্রুপ থেকে চুপিসাড়ে বেরিয়ে যেতে সক্ষম হবেন। সম্প্রতি মেসেজিং অ্যাপটির ডেস্কটপ (Desktop) ভার্সনে এই ফিচারটির দেখা মিলেছে, যার একটি স্ক্রিনশট শেয়ার করেছে Wabetainfo। স্ক্রিনশট থেকে জানা গিয়েছে যে, এই ফিচারটি ভবিষ্যতে রোলআউট হলে ইউজাররা যখন কোনো গ্রুপ থেকে এক্সিট করবেন, তখন কেবলমাত্র ওই গ্রুপের অ্যাডমিন এবং সংশ্লিষ্ট ইউজার বিষয়টির সম্পর্কে জানতে পারবেন। হোয়াটসঅ্যাপের মতে, অ্যাডমিনরা যেহেতু গ্রুপের হর্তাকর্তা বিধাতা, তাই গ্রুপে কী কী ঘটছে তার যাবতীয় ইনফর্মেশন তাদের কাছে থাকা একান্ত আবশ্যক। তাই গ্রুপ থেকে কেউ এক্সিট করলে সে সম্পর্কে অ্যাডমিনদের জানার অবশ্যই অধিকার রয়েছে। আর তাই আসন্ন ফিচারটির নিয়মাবলীর ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আপনাদেরকে জানিয়ে রাখি যে, Wabetainfo-র শেয়ার করা স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বিটা থেকে নেওয়া হলেও সংস্থার তরফে জানা গিয়েছে যে, ভবিষ্যতে অবশ্যই অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)-এর হোয়াটসঅ্যাপ বিটাতে এই ফিচারটিকে নিয়ে আসা হবে। এই মুহূর্তে অ্যাপটির ডেস্কটপ বিটাতে এই ফিচারটি বিকাশের অধীনে রয়েছে, তবে ঠিক কবে নাগাদ এটির স্টেবল রোলআউট হবে, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।