ব্যবহার করা যাবে যেকোনো ইমোজি, Message Reaction ফিচারের নতুন আপডেট আনল WhatsApp
চলতি বছরের মে মাসের গোড়ার দিকে বহুপ্রতীক্ষিত 'মেসেজ রিঅ্যাকশন' (Message Reaction) ফিচার রোলআউট করেছিল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ)। তবে এবার সমস্ত ইউজারদের জন্য ফিচারটির নতুন স্টেবল আপডেট নিয়ে এল সংস্থাটি। প্রাথমিকভাবে অর্থাৎ কিছুদিন আগে অবধি WhatsApp ব্যবহারকারীরা যেকোনো মেসেজের ক্ষেত্রে লাইক (Like), লাভ (Love), লাফ (Laugh), সারপ্রাইজড (Surprised), স্যাড (Sad) এবং থ্যাঙ্কস (Thanks) – মোট ছয়টি রিঅ্যাকশন ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন মেসেজের রিঅ্যাকশন দেওয়ার সময় কীবোর্ডের যেকোনো ইমোজি ব্যবহার করা যাবে। WhatsApp-এর মূল সংস্থা Meta (মেটা)-র সিইও মার্ক জুকারবার্গ সোমবার একটি Instagram (ইনস্টাগ্রাম) পোস্টে এই কথা ঘোষণা করেছেন। আপডেটটি বিশ্বের সমস্ত WhatsApp ইউজারই উপভোগ করতে পারবেন বলে জানা গেছে।
কীভাবে রিঅ্যাকশন দেওয়ার জন্য পছন্দের ইমোজি ব্যবহার করবেন?
এতদিন পর্যন্ত কোনো মেসেজের রিঅ্যাকশন দিতে হলে ইউজারদেরকে সংশ্লিষ্ট মেসেজ খানিকক্ষণ প্রেস করে থাকতে হত; তাহলেই ছয়টি ইমোজিসমেত একটি বক্স স্ক্রিনে ভেসে উঠতো। তবে এবার এই নতুন আপডেটের ফলে রিঅ্যাকশন ট্রে-তে ছয়টি ইমোজির পাশাপাশি একটি '+' সাইনও দেখা যাবে। এই '+' বাটনটিতে ক্লিক করলেই ইউজাররা অন্যান্য ইমোজিগুলি দেখতে পাবেন, যেখান থেকে তারা তাদের পছন্দ অনুযায়ী কোনো একটি সিলেক্ট করে মেসেজের রিঅ্যাকশন দিতে সক্ষম হবেন।
উল্লেখ্য, দীর্ঘ চার বছর ধরে পরীক্ষানিরীক্ষা করার পর আই-মেসেজ (iMessage), টুইটার (Twitter), ইনস্টাগ্রাম ও স্ল্যাক (Slack)-এর অনুরূপ 'মেসেজ রিঅ্যাকশন' নামক ফিচারটি চালু করে হোয়াটসঅ্যাপ, যাতে এখন নতুন পরত যুক্ত হল বলে জানিয়েছেন মার্ক জুকারবার্গ। এর পাশাপাশি ইনস্টাগ্রামে পোস্টটিতে তিনি নিজের পছন্দের কয়েকটি ইমোজির কথাও শেয়ার করেছেন যার মধ্যে রয়েছে রোবট ফেস, ফ্রেঞ্চ ফ্রাই, ম্যান সার্ফিং, সানগ্লাস স্মাইলি, ১০০ পার্সেন্ট সিম্বল এবং ফিস্ট বাম্প। তবে এই যেকোনো ইমোজি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করার সুবিধা একেবারে নতুন নয়, মাসের শুরুতেই অ্যান্ড্রয়েড বিটায় এই ফিচারটি হাজির করেছিল সংস্থা।
WhatsApp-এ আসছে আরো ফিচার
ইউজারদের কলিং এক্সপেরিয়েন্স আরও মজাদার তথা সুসমৃদ্ধ করতে সংস্থাটি আরও একটি অসাধারণ ফিচার নিয়ে কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, WhatsApp এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সুবাদে ভিডিও কল চলাকালীন ইচ্ছে করলে ক্যামেরা অফ না করেও ইউজাররা নিজেদের মুখ না দেখানোর সুযোগ পাবেন। আসলে ব্যাপারটা হল, নতুন ফিচারটির আগমন ঘটলে ব্যবহারকারীরা WhatsApp ভিডিও কলে নিজেদের পরিবর্তে নিজস্ব ডিজিটাল অবতার ব্যবহার করতে পারবেন। ফিচারটি রোলআউট হলে ইউজাররা WhatsApp-এর ভিডিও কল স্ক্রিনে একটি নতুন বিকল্প দেখতে পাবেন। এখানে ‘স্যুইচ টু অবতার’ (Switch to avatar) অপশনে ক্লিক করলেই ব্যবহারকারীদের নিজস্ব অবয়বের পরিবর্তে তাদের কার্টুনের মতো অবতার স্ক্রিনে ফুটে উঠবে।