নতুন ইন্টারফেসসহ একাধিক ফিচার পেতে চলেছেন WhatsApp Business Account ইউজাররা
বর্তমান সময়ে মেটা (Meta) মালিকানাধীন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর পরিচয় সম্পর্কে নতুন করে আর কিছুই বলার প্রয়োজন পড়ে না। এখন শুধু ব্যক্তিগত চ্যাটের জন্যই নয়, ব্যবসায়িক কাজেও হোয়াটসঅ্যাপের গুরুত্ব ক্রমবর্ধমান। তাই হোয়াটসঅ্যাপ বিজনেস (WhatsApp Business) অ্যাপটিও বর্তমানে ব্যবসায়ী ইউজারদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কারণ এই অ্যাপে বেশ কিছু ফিচার রয়েছে যা ইউজারদের অনলাইনে ব্যবসা পরিচালনা করতে ব্যাপকভাবে সাহায্য করে। তাই ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে সংস্থাটি এই অ্যাপেও প্রায়শই কোনো না কোনো নতুন ফিচার অ্যাড করে, যা প্রথমে সংস্থার বিটা টেস্টিং চ্যানেলে আসে। সাম্প্রতিক এক রিপোর্টে, হোয়াটসঅ্যাপ আবারও তার বিজনেস অ্যাপের জন্য কয়েকটি নতুন ফিচারের ওপর কাজ করছে বলে জানা গিয়েছে। আসুন সেগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।
শীঘ্রই WhatsApp Business-এ আসছে এই সমস্ত ফিচার
১. নতুন ইন্টারফেস: হোয়াটসঅ্যাপ তার বিজনেস অ্যাকাউন্ট ইউজারদের জন্য বর্তমানে একটি নতুন ইন্টারফেস নিয়ে কাজ করছে। এর সাহায্যে বিজনেস অ্যাকাউন্ট হোল্ডাররা অ্যাপে তাদের গ্রাহকদের সাথে প্রোফাইল লিঙ্ক শেয়ার করতে সক্ষম হবেন। অ্যাপটির অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে ইতিমধ্যে এই ফিচারটিকে দেখা গেছে এবং আশা করা হচ্ছে যে, খুব শীঘ্রই আইওএস প্ল্যাটফর্মের বিজনেস অ্যাকাউন্টগুলিতেও এই ফিচারটিকে টেস্ট করা হবে।
২. শর্ট প্রোফাইল লিঙ্ক শেয়ার করা যাবে: হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.৯.৮-এ নতুন ইন্টারফেসের সাথে সম্পর্কিত অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে। WABetaInfo আসন্ন ফিচারটির কিছু স্ক্রিনশটও শেয়ার করেছে। এই স্ক্রিনশটে দেখা গেছে যে, বিজনেস অ্যাকাউন্টস ইউজারের নামের পাশে থাকা কিউআর (QR) কোড বাটনটিকে আর দেখা যাবে না। জানা গেছে যে, এই বাটনের বদলে নতুন শেয়ার আইকন আনবে সংস্থাটি। এই আইকনে ট্যাপ করার পরে ব্যবহারকারীরা নতুন শেয়ার প্রোফাইল সেকশনটি দেখতে পাবেন, যেখান থেকে তারা প্রোফাইল শর্ট লিঙ্কটি কপি এবং শেয়ার করতে সক্ষম হবেন। উল্লেখ্য যে, লিঙ্কে ট্যাপ করে অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নম্বর সেভ না করেই মেসেজ পাঠাতে পারবেন।
এক্ষেত্রে বলে রাখি যে, এই শর্ট লিঙ্কগুলি সহজেই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মেসেজিং অ্যাপ্লিকেশনগুলিতে শেয়ার করা যাবে। এর সাহায্যে ব্যবহারকারীরা নতুন গ্রাহকদের কাছে তাদের বিজনেস সম্পর্কিত খবরাখবর অতি অনায়াসে পৌঁছে দিতে পারবেন। সফলভাবে বিটা টেস্টিং পর্ব সম্পন্ন হলে এই ফিচারটিকে বিজনেস অ্যাপে স্টেবল রোলআউট করা হবে।
৩. প্রোফাইল ফটোতে ট্যাপ করে অন্যের স্ট্যাটাস দিতে পারবেন ইউজাররা: উপরিউক্ত ফিচারটি ছাড়াও বিজনেস অ্যাকাউন্ট ইউজারদের জন্য আরও একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর সাহায্যে প্রোফাইল ফটোতে ট্যাপ করে অন্যের স্ট্যাটাস দিতে পারবেন ব্যবহারকারীরা। ইউজাররা প্রোফাইল ফটোতে ট্যাপ করলে দুটি অপশন দেখতে পাবেন - 'ভিউ প্রোফাইল ফটো' এবং 'ভিউ স্ট্যাটাস'।
৪. অ্যাডভান্সড সার্চ ফিচার: হোয়াটসঅ্যাপ, বিজনেস অ্যাকাউন্টের জন্য আরও একটি ফিচার রোলআউট করতে পারে যার সাহায্যে ব্যবহারকারীরা অ্যাপটিতে যেকোনো জিনিস খুব সহজে সার্চ করতে পারবেন। এই ফিচারটির নাম দেওয়া হয়েছে 'অ্যাডভান্সড সার্চ' (Advanced Search)। উপরন্তু, এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা সার্চ করার সময় তাদের চ্যাট ও মেসেজ ফিল্টার করতে পারবেন।