WhatsApp ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, গ্রুপ কল মিউট সহ এল তিন তিনটি নতুন ফিচার
ব্যবহারকারীদের সুবিধার্থে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) যে প্রায়শই নিত্যনতুন ফিচার রোলআউট করে, সেকথা আমাদের কারোরই অজানা নয়। ইউজাররা যাতে এই অ্যাপ ব্যবহার করে অত্যন্ত সহজে ও সাবলীলভাবে চ্যাট, ভিডিও, ও ভয়েস কল করতে পারেন, তার জন্য সংস্থাটি নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। সেক্ষেত্রে ইউজারদের কলিং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে (WhatsApp Group Call) তিনটি নতুন ফিচার যুক্ত করেছে সংস্থাটি। উল্লেখ্য যে, কিছুদিন আগে গ্রুপ কলে ৮ জনের পরিবর্তে ৩২ জনকে অ্যাড করার সুবিধা প্রদান করেছিল WhatsApp। আর এবার আরও তিন-তিনটি নতুন কার্যকর ফিচারের আগমন ঘটায় ইউজাররা যে বহুগুণে উপকৃত হবেন, সেকথা বলাই বাহুল্য। মেটা (Meta) মালিকানাধীন কোম্পানিটির সিইও উইল ক্যাথকার্ট (Will Cathcart) সম্প্রতি এই ফিচারগুলির কথা প্রকাশ্যে এনেছেন।
হোয়াটসঅ্যাপ ব্যানার নোটিফিকেশন (WhatsApp Banner Notification)
এবার গ্রুপ কল চলাকালীন মাঝপথে কেউ যোগ দিলে একটি ব্যানার নোটিফিকেশন দেখা যাবে, যা গ্রুপ কলে বিদ্যমান অংশগ্রহণকারীদের স্ক্রিনে পপ-আপ হবে। অর্থাৎ সোজা কথায় বললে, গ্রুপ কল চলাকালীন অন্য কেউ যোগদান করলে সমস্ত ব্যবহারকারীরা “XYZ has joined the call” (অর্থাৎ XYZ নামক কোনো ব্যক্তি কলটিতে যোগদান করেছে) নোটিফিকেশন মারফত সেকথা জানতে পারবেন। খুব সহজেই বোঝা যাচ্ছে যে, প্রচুর সংখ্যক লোককে নিয়ে গ্রুপ কলের আয়োজন করা হলে এই ফিচারটির দ্বারা ইউজাররা ব্যাপকভাবে উপকৃত হবেন।
নির্বাচিত ব্যবহারকারীদের মিউট করা যাবে (Selected users can be muted)
এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের সময় হোস্ট চাইলেই যে-কোনো ব্যবহারকারীকে মিউট করতে পারবেন। আসলে অনেকক্ষেত্রেই এমনটা হয়ে থাকে যে গ্রুপ কলে যারা অংশগ্রহণ করছেন, তাদের অনেকেরই পারিপার্শ্বিক কোলাহলপূর্ণ পরিবেশের কারণে কল চলাকালীন অবাঞ্ছিত বাহ্যিক শব্দ শোনা যায়। সেক্ষেত্রে অংশগ্রহণকারীরা যদি নিজেদেরকে মিউট করতে ভুলে যান, তাহলে এতদিন পর্যন্ত এই বাহ্যিক আওয়াজের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু এখন হোস্ট চাইলেই সেই সমস্ত ব্যবহারকারীদেরকে মিউট করে অত্যন্ত সাবলীলভাবে গ্রুপ কল পর্বের সমাধা করতে পারবেন।
সরাসরি অংশগ্রহণকারীদেরকে মেসেজ পাঠানো যাবে (Messages can be sent directly to participants)
এখন গ্রুপ কল চলাকালীন কলে অংশগ্রহণকারীরা একে অপরকে মেসেজ পাঠাতে পারবেন, এবং এতে কলের মাঝপথে কোনো বাধার সৃষ্টিও হবে না। এর ফলে রথ দেখা কলা বেচার মতো কল চলাকালীন কলের যাবতীয় আলোচনা তো শুনতে পাবেনই, সেইসাথে অন্যান্য অংশগ্রহণকারীদের তরফ থেকে গুরুত্বপূর্ণ মেসেজও রিসিভ করতে পারবেন ব্যবহারকারীরা। এই তিন-তিনটি নতুন কার্যকর ফিচারের আগমন ঘটায় ভার্চুয়াল মিটিংয়ের ক্ষেত্রে WhatsApp যে এবার গুগল মিট (Google Meet) বা জুম (Zoom)-এর সমকক্ষ হয়ে উঠতে চলেছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।