Xiaomi 12 Lite 5G আসছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ, ফাঁস হল ছবি সহ ডিজাইন
গতবছরের শেষের দিকে শাওমি হোম মার্কেট চীনে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 12-এ অন্তর্ভুক্ত ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরিয়েছিল। এই লাইনআপে থাকা Xiaomi 12, 12X এবং 12 Pro- মডেল তিনটি দেশীয় বাজারের ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মার্কেটে উপলব্ধ হওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যেই বিকিয়ে যায় ফোনগুলির হাজার হাজার ইউনিট। পরবর্তীতে গ্লোবাল মার্কেটের ক্রেতাদেরও মন জয় করতেও সফল হয় Xiaomi 12 সিরিজভুক্ত হ্যান্ডসেটগুলি। তবে সংস্থা এই তিনটে মডেল বাজারে এনেই থেমে নেই, গত কয়েক মাস ধরে জল্পনা চলছে এই সিরিজের অধীনে আরও কয়েকটি নতুন মডেল বাজারে আনার পরিকল্পনা করছে শাওমি। তারমধ্যে Xiaomi 12 Lite 5G ফোনটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করতে পারে। সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্মে এর পিঙ্ক কালার ভ্যারিয়েন্টটির একটি হ্যান্ডস-অন ভিডিও দেখা গেছে। আর এখন এক বিখ্যাত টিপস্টার আসন্ন Xiaomi 12 Lite 5G-এর অফিসিয়াল রেন্ডার শেয়ার করেছেন। নতুন এই রেন্ডারগুলি এর কালার অপশনগুলি প্রকাশ করার পাশাপাশি, সমস্ত কোণ থেকে ফোনটির ডিজাইনটিকেও স্পষ্টভাবে প্রদর্শন করেছে।
ফাঁস হল Xiaomi 12 Lite 5G রেন্ডার
টিপস্টার ইভান ব্লাস টুইটারে আপকামিং শাওমি ১২ লাইট ৫জি-এর অফিসিয়াল রেন্ডারগুলি শেয়ার করেছেন।
রেন্ডার অনুযায়ী, এই শাওমি ফোনের ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাট-আউট অবস্থান করছে। দেখা যাচ্ছে যে, ডিভাইসটি এর পূর্বসূরি মডেলে উপলব্ধ সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দ্বারা সজ্জিত। সামগ্রিকভাবে শাওমি ১২ লাইট ৫জি-তে একটি ফ্ল্যাট এজ ডিজাইন পরিলক্ষিত হবে।
এছাড়াও, শাওমি ১২ লাইট ৫জি এর ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি উপস্থিত থাকবে৷ হ্যান্ডসেটের ওপরের অংশে একটি মাইক্রোফোন, একটি স্পিকার গ্রিল এবং একটি আইআর ব্লাস্টার অন্তর্ভুক্ত দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আবার এর নিচের অংশে আরেকটি স্পিকার গ্রিল, ইউএসবি-সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম স্লটের দেখা মিলবে। এছাড়া, শাওমি ১২ লাইট ৫জি-এর রিয়ার শেলটিতে একটি এলইডি ফ্ল্যাশ ও ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থান করবে। শাওমির ব্র্যান্ডিংটি ব্যাক প্যানেলের নীচে দেখা যেতে পারে। ছবিগুলি প্রকাশ করেছে যে, শাওমি ১২ লাইট গ্রীন, ব্ল্যাক এবং পিঙ্ক- এই তিনটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে।
শাওমি ১২ লাইট ৫জি এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 12 Lite 5G Expected Specifications)
Xiaomi 12 Lite 5G-তে ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এটি দুটি মেমরি কনফিগারেশনে আসতে পারে- ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য, Xiaomi 12 Lite 5G-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর সামনের দিকে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য,Xiaomi 12 Lite 5G-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এছাড়া এই শাওমি ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করবে। আগামী দিনে এটি ইউরোপ এবং এশিয়াতে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।