শাওমির বড় চমক, নতুন ক্যামেরার সঙ্গে আনছে ব্লকবাস্টার স্মার্টফোন

Update: 2024-07-11 13:08 GMT

শাওমি আগামী অক্টোবরে চীনে শাওমি ১৫ সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের এখনও কয়েক মাস বাকি থাকলেও, বিভিন্ন সূত্র এবং অনলাইন রিপোর্টের মাধ্যমে ইতিমধ্যেই ধীরে ধীরে শাওমি ১৫ লাইনআপ সম্পর্কে নানা তথ্য প্রকাশ্যে আসছে। এখন যেমন এক নির্ভরযোগ্য টিপস্টারের সৌজন্যে জানা গেছে যে, শাওমি ১৫ প্রো অপটিক্যাল জুম বিভাগে একটি বড় আপগ্রেড অফার করবে। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শাওমি ১৫ প্রো ফোনে একটি নতুন পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, শাওমি আসন্ন ফ্ল্যাগশিপের জন্য আইএমএক্স৮ সিরিজের সেন্সর সহ একটি পেরিস্কোপ টেলিফটো লেন্সে স্যুইচ করছে। শাওমি ১৫ প্রো ফোনের ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ ৫x অপটিক্যাল জুম অফার করবে। তিনি এরসাথেই যোগ করেছেন যে এটি লেটেস্ট সুপার-রেজোলিউশন অ্যালগরিদম সাপোর্ট করবে।

জানিয়ে রাখি, শাওমি ১৪ প্রো ফোনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নেই। এতে একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫ কেজেএন১ টেলিফটো ক্যামেরা রয়েছে, যা ৩.২x অপটিক্যাল জুম অফার করে। সুতরাং, শাওমি ১৫ প্রো উল্লেখযোগ্যভাবে আরও ভাল জুম ক্ষমতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ওই টিপস্টার প্রকাশ করেছিলেন যে, শাওমি ১৫ প্রো হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি সম্ভাব্যভাবে ৫০ মেগাপিক্সেলের ওভি৫০কে ওমনিভিশন প্রাইমারি ক্যামেরা অফার করতে পারে।

যদিও, পূর্ববর্তী মডেলটি তার প্রাইমারি ক্যামেরার জন্য পরিবর্তনশীল অ্যাপারচার সাপোর্ট করে, তবে মনে করা হচ্ছে শাওমি ১৫ প্রো এটি সাপোর্ট করবে না। এখনও এই হ্যান্ডসেটটির আল্ট্রা-ওয়াইড ক্যামেরার বিবরণ সামনে আসেনি। সম্ভবত এটি শাওমি ১৫ প্রো ফোনের মতো ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স অফার করবে।

অন্যান্য রিপোর্ট অনুসারে, শাওমি ১৫ প্রো ফোনে ৬.৭৩ ইঞ্চির মাইক্রো-কার্ভড ওলেড প্যানেল থাকবে, যা ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

Tags:    

Similar News