সিলিকন-কার্বন ব্যাটারির স্মার্টফোন আনছে Xiaomi, চার্জ হবে দ্রুত, চলবেও অনেকক্ষণ
শাওমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, শাওমি ১৫ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের বেশ কিছু মাস আগে থেকেই ডিভাইসগুলিকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এখন যেমন এই সিরিজের প্রো মডেলটির আকার এবং ওজন সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে।
শাওমি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের শাওমি ১৫ সিরিজের ফ্ল্যাগশিপ ফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এই সিরিজে অন্তর্ভুক্ত শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো উভয় মডেলই আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর সহ এবছরের অক্টোবরে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে এক টিপস্টার শাওমি ১৫ প্রো ফোনের ব্যাটারির আকার ফাঁস করেছেন। আর এখন ওই একই টিপস্টার ডিভাইসটির পুরুত্ব এবং ওজন প্রকাশ করেছেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সামনে এল শাওমি ১৫ প্রো ফোনের পুরুত্ব ও ওজন (সম্ভাব্য)
গত বছর অক্টোবর মাসে চীনে আত্মপ্রকাশ করা শাওমি ১৫ প্রো ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি থাকবে। অনুমান করা হচ্ছে যে শাওমি ১৫ প্রো একটি হাই-ডেনসিটি ৬,০০০ এমএএইচ সিলিকন-কার্বন নেগেটিভ ইলেক্ট্রোড শেলের সাথে ব্যাটারির কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে। এছাড়াও, রিপোর্টগুলি থেকে জানা গেছে যে এটি ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং সম্ভবত ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, শাওমি ১৫ প্রো ফোনের পুরুত্ব হবে ৮.৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২২০ গ্রাম। যেখানে, পূর্বসূরি শাওমি ১৪ প্রো হ্যান্ডসেটটি ৮.৫ মিলিমিটার কিন্তু ওজন ২২৩ গ্রাম। এটি নির্দেশ করে যে শাওমি ১৫ প্রো একই পুরুত্ব বজায় রেখে আকারে বেশ অনেকটাই বড় ব্যাটারির সাথে আসবে।
অন্যান্য রিপোর্ট অনুসারে,শাওমি ১৫ প্রো ফোনের চার দিকে মাইক্রো-কার্ভ সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড স্ক্রিন থাকবে। এটি ২কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আল্ট্রা সনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওস অপারেটিং সিস্টেমে চলবে।
শাওমি ১৫ প্রো হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৪-এফ/২.৫ ভেরিয়েবল অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৫০কে প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স-৮ সিরিজের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এছাড়াও, ডিভাইসটি আইপি৬৯-রেটেড ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স অফার করবে বলে আশা করা হচ্ছে।