Xiaomi ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, সার্ভিস সেন্টারে বিনামূল্যে ৩১ জুলাই পর্যন্ত পাবেন বিভিন্ন সুবিধা
শাওমি ইন্ডিয়া আজ ভারতে তাদের ১০ বছর পূর্ণ করেছে। আর দশম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মোবাইল সার্ভিস ক্যাম্পের ঘোষণা করেছে তারা। এই উপলক্ষে শাওমি ইন্ডিয়া তাদের প্রোডাক্ট ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা দিচ্ছে। যেখানে ক্রেতারা বিনামূল্যে মোবাইল স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন। এছাড়াও, যারা তাদের হ্যান্ডসেট সারাই করতে চান তারা স্পেয়ার পার্টসে ৫০% ছাড় পেতে পারেন।
শাওমির ফ্রি মোবাইল সার্ভিস ক্যাম্পে এসব সুবিধা পাওয়া যাবে
একটি এক্স পোস্টে শাওমি জানিয়েছে যে, তারা অনুমোদিত সার্ভিস সেন্টারে একটি "মোবাইল সার্ভিস ক্যাম্প" চালু করেছে। ১ জুলাই থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। শাওমি স্মার্টফোন ব্যবহারকারীরা সার্ভিস সেন্টারে গিয়ে তাদের হ্যান্ডসেট চেকআপ সহ বিনামূল্যে লেটেস্ট ফার্মওয়্যার আপডেট করতে সক্ষম হবেন। এছাড়া খুচরা যন্ত্রাংশে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ও ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে এমআই ৩ স্মার্টফোনের সাথে ভারতের স্মার্টফোন বাজারে প্রবেশ করে শাওমি। এরপর সংস্থাটি তাদের পোর্টফোলিও প্রসারিত করতে থাকে। এখন তাদের পোর্টফোলিওতে স্মার্ট টিভি, পাওয়ার ব্যাংক, ট্যাবলেট এবং পরিধানযোগ্য ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে।
শাওমির দাবি, ভারতে তাদের যত স্মার্টফোন বিক্রি হয়, তার ৯৯ শতাংশই এদেশে তৈরি। ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ ও নেপালের মতো দেশে স্মার্টফোন রফতানির জন্য একটি পাইলট প্রকল্প চালু করে তারা।