YouTube ক্রিয়েটররা সাবধান, ৫০ লক্ষ অ্যাকাউন্টের সাথে ডিলিট করা হল ৫৬ লক্ষ ভিডিও
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব (YouTube) তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য প্রায় ৫.৬ মিলিয়ন (৫৬ লক্ষ) ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে। এর মধ্যে শুধু ভারতীয় ক্রিয়েটরদের প্রায় এক-তৃতীয়াংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। YouTube তাদের ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরের রিপোর্টে এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি গত দুই ত্রৈমাসিকে ভারত থেকে ১৩ লক্ষ এবং ১১ লক্ষ ভিডিও ডিলিট করেছিল।
৭৩.৭ কোটি কমেন্ট ডিলিট করা হয়েছে
বিশ্বব্যাপী, YouTube তাদের রিপোর্টে আরও জানিয়েছে, মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে ৩৬ শতাংশ ভিডিও আপলোডের সাথে সাথেই সরানো হয়েছে। এই ভিডিওগুলিতে একটিও কমেন্ট ছিল না। আবার ৩১ শতাংশ ভিডিও ১ থেকে ১০ ভিউ পেয়েছিল। ভিডিওর পাশাপাশি গাইডলাইন লঙ্ঘনের কারণে প্রায় ৭ কোটি ৩৭ লক্ষ কমেন্ট মুছে ফেলা হয়েছে বলে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে।
৫০ লাখ ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে
ইউটিউবের জুলাই-সেপ্টেম্বরের রিপোর্ট থেকে আরও উঠে এসেছে যে, সারা বিশ্বের ৫০ লাখ ইউটিউব চ্যানেলও ব্যান করেছে তারা। এই চ্যানেলগুলির বেশিরভাগই কোম্পানির স্প্যাম নির্দেশিকা লঙ্ঘনের জন্য অপসারিত হয়েছে। এইসব চ্যানেলগুলি থেকে ভুয়ো ভিডিও আপলোড করা হতো।