YouTube-এ ঝড় তুলে বিলিয়ন ভিউজ ক্লাবে জায়গা করেছে এই ১০টি মিউজিক ভিডিও, আপনি দেখেছেন?

By :  techgup
Update: 2022-07-28 13:18 GMT

YouTube (ইউটিউব), ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে এই নামটাই যথেষ্ঠ! বর্তমানে আট থেকে আশি – কারো কাছেই YouTube-এর পরিচয় বা জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে কিছু বলার আর কোনো প্রয়োজন পড়ে না। কিছু জানা-শেখার জন্য, অবসর সময়ে কিংবা দীর্ঘক্ষণ কাজের পর খানিক মনোরঞ্জনের জন্য চলতি সময়ে বিশ্বের অধিকাংশ মানুষেরই প্রধান সঙ্গী হল এই অ্যাপ, এবং সেজন্যই গত কয়েক বছরে YouTube ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বলতে গেলে, প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। আর একথা আমরা সকলেই জানি যে, এই প্ল্যাটফর্মটিতে নানা ধরনের ভিডিও উপলব্ধ রয়েছে, যার মধ্যে অন্যতম হল মিউজিক ভিডিও।

হ্যাঁ, ইউটিউবে কোটি কোটি মিউজিক ভিডিও রয়েছে। তবে এগুলির মধ্যে এমন কিছু ভিডিও-ও রয়েছে যেগুলি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়ে তাদের মনের মণিকোঠায় চিরদিনের মতো জায়গা করে নিয়েছে। যেমন ২০১২ সালে রিলিজ হওয়া 'Gangnam Style'-এর কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে? ভিডিওটির স্বতন্ত্র নাচের মুভগুলি গানটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলার পাশাপাশি ইউজারমহলে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। উল্লেখ্য যে, এটিই ছিল প্রথম ভিডিও যা ইউটিউবে এক বিলিয়ন ভিউয়ের মাইলফলককে স্পর্শ করার রেকর্ড গড়েছিল। যদিও তারপর থেকে অজস্র মিউজিক ভিডিও তুমুল জনপ্রিয়তা অর্জন করে ইউটিউবের বিভিসি (BVC) বা বিলিয়ন ভিউস ক্লাবে জায়গা করে নিচ্ছে। সেক্ষেত্রে আজকের এই প্রতিবেদনে আমরা এই বিভিসি ক্লাবের সেরা ১০টি মিউজিক ভিডিওর কথা আপনাদেরকে জানাতে চলেছি, যা আপনার দেখা না থাকলে অন্তত একবার ইউটিউবে ঢুঁ মারুন।

YouTube-এর টপ টেন মিউজিক ভিডিও

১. ​Luis Fonsi-র “Despacito ft. Daddy Yankee": এটি ইউটিউবে সর্বাধিক দেখা মিউজিক ভিডিওগুলির মধ্যে অন্যতম একটি। ২০১৭ সালে মুক্তি পাওয়ার পরই গানটি ইউজারমহলে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল, এবং তারপর থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে করতে ইউটিউবে ৭.৯ বিলিয়ন ভিউ পেয়েছে এই মিউজিক ভিডিওটি।

২. BlackPINK-এর "How You Like That": কে-পপ (K-Pop) ঘরানার বহুল জনপ্রিয় এই মিউজিক ভিডিওটি ২৩ মিলিয়নেরও বেশি লাইক ও ১.১ বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

৩. ​Drake-এর “Hotline Bling”: ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ভিডিওটি ১০ মিলিয়নেরও বেশি লাইক এবং ১.৮ বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

৪. A-ha'র "Take On Me": ২০১০ সালে রিলিজ হওয়া এই এভারগ্রিন 'রেট্রো' গানটির বর্তমানে ১.৪ বিলিয়নেরও বেশি ভিউয়ের পাশাপাশি প্রায় ৮.৭ মিলিয়ন লাইকও রয়েছে।

৫. ​Shakira-র “Waka Waka (This Time For Africa)”: ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপের আগে পপ তারকা শাকিরা এই বিশেষ গানটি রিলিজ করেন। তবে প্রায় ১২ বছর পর এখনও এই গানটি লোকের মুখে মুখে ফেরে। ফলে এই গানটি যে ইউজারদের কাছে কতটা পছন্দের, তা এখান থেকেই স্পষ্ট। গানটি এখনও পর্যন্ত ইউটিউবে ৩.২ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে।

৬. ​Wiz Khalifa-র “See You Again ft. Charlie Puth”: এই গানটি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭' (Fast and Furious 7) সিনেমার সাউন্ডট্র্যাকেও ছিল। এটি ২০১৫ সালের এপ্রিলে মুক্তি পেয়েছিল এবং এখনও পর্যন্ত ৩৮ মিলিয়ন লাইকের পাশাপাশি ৫.৫ বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

৭. ​Katy Perry-র “Roar”: কেটি পেরির এই অসাধারণ গানটি ২০১৩ সালে মুক্তি পায় এবং তারপর থেকে এটি সবসময়ের জন্যই ইউটিউবের সেরা ১০টি মিউজিক ভিডিওর মধ্যে একটি হিসেবে জায়গা করে নিয়েছে। গানটি ৩.৬ বিলিয়নেরও বেশি ভিউয়ের পাশাপাশি প্রায় ১৫ মিলিয়ন লাইকও হাসিল করেছে।

৮. ​Cardi B-র “Bodak Yellow”: গোটা বিশ্বজুড়ে কার্ডি বি-র অগণিত ভক্ত রয়েছে এবং এটি তার সবচেয়ে জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম একটি। ফলে গানটির দখলে যে প্রচুর সংখ্যক ভিউ ও লাইক থাকবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। প্রসঙ্গত বলে রাখি, এই গানটি ইউটিউবে এখনও পর্যন্ত ১.০৫ বিলিয়নেরও বেশি ভিউ এবং ৭.৮ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছে।

৯. Metallica-র "Nothing Else Matters": মেটালিকার ১৯৯২ সালের এই দুর্দান্ত ক্লাসিক এবং এভারগ্রিন গানটি আজও ইউজারদের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। ১৯৯২ সালে মুক্তি পেলেও ২০০৯ সালে ভিডিওটিকে ইউটিউবে আপলোড করা হয়। গানটি এখনো পর্যন্ত ১.১ বিলিয়নেরও বেশি ভিউ এবং ৪.৭ মিলিয়নেরও বেশি লাইক নিজের দখলে রেখেছে।

১০. ​Mark Ronson-এর “Uptown Funk (Official Video) ft. Bruno Mars”: ২০১৪ সালে মুক্তি পাওয়া এই ভিডিওটি ইউটিউব ব্যবহারকারীদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। এই ভিডিওটি ৪.৬ বিলিয়নেরও বেশি ভিউ এবং ১৯ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছে।

Tags:    

Similar News