Jio-কে টেক্কা দিতে দু-দুটি নতুন প্রিপেইড প্ল্যান আনল Airtel, মিলবে রোজ ১.৫ জিবি ডেটাসহ নানা সুবিধা
দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি হিসেবে সর্বজনবিদিত হলেও, বর্তমানে মুকেশ আম্বানির মালিকানাধীন Reliance Jio (রিলায়েন্স জিও)-র ঘাড়ে কিন্তু রীতিমতো নিঃশ্বাস ফেলছে অপর এক অগ্রগণ্য টেলিকম সংস্থা Airtel (এয়ারটেল)। নিজেদের গ্রাহকদের সুবিধার্থে তথা আরও বিপুল সংখ্যক ইউজারদেরকে আকর্ষিত করতে, বাজারের এই পুরনো সংস্থাটি প্রায়শই বিভিন্ন রেঞ্জের একাধিক প্রিপেইড প্ল্যান মার্কেটে লঞ্চ করে থাকে; মেলে নানাবিধ অফারও। তবে সম্প্রতি এই একই কারণে সংস্থাটি প্রায় নিঃশব্দে নিজেদের পোর্টফোলিওতে আরও দুটি নতুন প্রিপেইড প্ল্যান যুক্ত করেছে, যেগুলির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ইউজাররা একাধিক লাভজনক সুবিধা তো পাবেনই, পাশাপাশি Jio-ও এর থেকে কিছুটা চমক পাবে বলে মনে হচ্ছে!
Airtel নিয়ে এল দু-দুটি নতুন প্রিপেইড প্ল্যান
আপনাদেরকে জানিয়ে রাখি, এয়ারটেল সম্প্রতি যে দুটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে সেগুলির দাম যথাক্রমে ৫১৯ টাকা এবং ৭৭৯ টাকা। এই প্ল্যান দুটিতে দৈনিক ১০ টাকারও কম খরচে ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি করে এসএমএসের পাশাপাশি আরও অনেক এক্সট্রা বেনিফিট পাবেন ব্যবহারকারীরা। তাই আপনি যদি এয়ারটেলের গ্রাহক হন বা ভবিষ্যতে এয়ারটেলে স্যুইচ করার কথা চিন্তাভাবনা করেন, তাহলে আর দেরি না করে চটজলদি এই প্ল্যান দুটির সম্পর্কে একটু বিশদে জেনে নিন।
Airtel-এর ৫১৯ টাকার প্রিপেইড প্ল্যান
কোম্পানির এই প্ল্যানে ব্যবহারকারীরা ৬০ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০টি করে এসএমএস এবং দৈনিক ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে। অর্থাৎ, ইউজাররা এই প্ল্যান মারফত মোট ৯০ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন। এছাড়া, এই প্ল্যানে এক্সট্রা বেনিফিট হিসেবে মিলবে ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ফ্রি Hello Tunes এবং সম্পূর্ণ বিনামূল্যে Wynk Music-এর সাবস্ক্রিপশন। সুতরাং, সোজা কথায় বললে ৫১৯ টাকার প্ল্যানে প্রতি জিবি ডেটার জন্য খরচ হবে (৫১৯ টাকা/৯০ জিবি) ৫.৭৬ টাকা এবং এই প্ল্যানটি ব্যবহার করার জন্য ইউজারদের সামগ্রিকভাবে দৈনিক (৫১৯ টাকা/৬০ দিন) ৮.৬৫ টাকা খরচ করতে হবে।
Airtel-এর ৭৭৯ টাকার প্রিপেইড প্ল্যান
সংস্থার ৭৭৯ টাকার প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলি ৫১৯ টাকার প্ল্যানের অনুরূপ। তবে পার্থক্য একটাই যে, ৭৭৯ টাকার প্ল্যানটি ৯০ দিনের বৈধতা সহ আসে। ফলে ৭৭৯ টাকার প্ল্যানের ক্ষেত্রে প্রতি জিবি ডেটার জন্য খরচ পড়বে (৭৭৯ টাকা/১৩৫ জিবি) ৫.৭৭ টাকা এবং এই প্ল্যানটি ব্যবহার করার জন্য গ্রাহকদের সামগ্রিকভাবে দৈনিক খরচ হবে (৭৭৯ টাকা/৯০ দিন) ৮.৬৫ টাকা।