পাঞ্জাবের পর এবার দক্ষিণ ভারতে চালু হচ্ছে BSNL 4G, আগামী বছরে আসছে 5G পরিষেবা

By :  techgup
Update: 2023-11-21 08:14 GMT

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL শীঘ্রই পাঞ্জাবে 4G লঞ্চ করতে চলেছে। তারা ইতিমধ্যেই পাঞ্জাবের ২০০ টি সাইটে স্বদেশী 4G টেকনোলজির পরীক্ষা শুরু করেছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবের ৩০০০ টি সাইটে 4G লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর পাঞ্জাবে 4G লঞ্চের পরে সংস্থাটির পরবর্তী এবং অন্যতম লক্ষ্য হলো দক্ষিণের টেলিকম সার্কেলের গ্রাহকদের জন্য 4G পরিষেবা শুরু করা।

রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানের মতো রাজ্যগুলি শীঘ্রই বিএসএনএল এর ৪জি পরিষেবা পেতে চলেছে। ইতিমধ্যেই সংস্থাটি তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশে ৪২০০টির বেশি সাইট তৈরির কাজ শেষ করেছে। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে, বিএসএনএল নতুন টাওয়ারে ৪জি সরঞ্জাম ইনস্টল করার জন্য ডটের সহায়তা নিচ্ছে। যেহেতু রাষ্ট্রচালিত টেলকোটি দক্ষিণের এই টেলিকম সার্কেলগুলি থেকে তাদের সিংহভাগ উপার্জন করে, তাই তারা শীঘ্রই এই অঞ্চলে ৪জি নিয়ে আসার পরিকল্পনা করেছে।

প্রসঙ্গত, ৪জি পরিষেবার অভাবে কেরালা এবং তামিলনাড়ু সার্কেলে বিএসএনএল এর ব্যাপক ভাবে গ্রাহক হ্রাস পেয়েছে। তবে যেহেতু শীঘ্রই দক্ষিণ ভারতের গ্রাহকরা স্বদেশী ৪জি নেটওয়ার্কের অ্যাক্সেস পাবেন। তাই আশা করা যায়, এরপর পুনরায় এই সরকারি সংস্থাটির গ্রাহক সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

BSNL এর 4G রোলআউটের কাজে দেরি হওয়ার কারণ হিসেবে সংস্থার সিএমডি জানিয়েছেন, তারা 4G প্রজেক্টে এমন প্রযুক্তি ব্যবহার করছে, যা সহজেই 4G থেকে 5G-তে আপগ্রেড করার অনুমতি দেবে। আর, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই 4G রোলআউট শেষ করার পরই তারা 5G লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দেবে।

Tags:    

Similar News