BSNL: সিম বিক্রি বাড়তেই ডেটা ফাঁসের ঘটনায় নাম জড়ালো বিএসএনএল এর, পরিস্থিতি সামাল দিতে তৎপর সরকার

বিএসএনএল গ্রাহকদের ডেটা ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। আর সরকারের তরফেও ডেটা ফাঁসের ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে।

By :  SUMAN
Update: 2024-07-25 06:29 GMT

জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া মোবাইলের রিচার্জের মূল্য বাড়ানোর পর আলোচনায় চলে আসে বিএসএনএল। তবে এখন ফের সংবাদের শিরোনামে এই সরকারি টেলিকম সংস্থাটি‌। আসলে বিএসএনএল গ্রাহকদের ডেটা ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। আর সরকারের তরফেও ডেটা ফাঁসের ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিএসএনএল এর ডেটা ফাঁসের কথা প্রথম জানিয়েছিল ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। ২০২৪ সালের ২০ মে এই রিপোর্ট বেরিয়েছিল।

তথ্য ফাঁস রুখতে চেষ্টা করবে বিএসএনএল

বিষয়টি তদন্ত করতে এবং তথ্য ফাঁস ঠেকাতে টেলিকম বিএসএনএলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে সরকার। এই জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি (আইএমসি) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি বিএসএনএল এর তথ্য ফাঁস রোধে পরামর্শ দেবে। তবে তথ্য ফাঁসের কারণে নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তথ্য ফাঁসের পর বিএসএনএলের সমস্ত সার্ভারের পাসওয়ার্ড বদলে করা হয়েছে।

বিএসএনএল এর নেটওয়ার্কের মান উন্নত করার চেষ্টা করা হচ্ছে

কেন্দ্রীয় সরকারের তরফে বিএসএনএল কে পুরানো জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য জোর চেষ্টা চলছে। এর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রায় ৮২ লক্ষ কোটি টাকার আর্থিক সাহায্য করা হবে। এর ফলে বিএসএনএলের নেটওয়ার্ক কোয়ালিটি উন্নত হবে। পাশাপাশি সারা দেশে ৪জি পরিষেবা চালু করা যাবে। উল্লেখ্য, টাটা গ্রুপের সাথে হাত মিলিয়ে সারাদেশে বিএসএনএল ৪জি নেটওয়ার্ক চালু করতে চলেছে। এর পরপরই ৫জি পরিষেবা চালু করা হবে।

এদিকে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় অনেকেই বিএসএনএল সিম কেনার চেষ্টা করছে। রিপোর্ট অনুযায়ী, নতুন সিম জোগান দিতে রীতিমত হিমসিম খাচ্ছে সরকারি টেলিকম সংস্থাটি‌। এখন দেখার ডেটা ফাঁসের ঘটনা গ্রাহকদের মনে প্রভাব ফেলে কিনা।

Tags:    

Similar News