বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন, সবচেয়ে সস্তায় Jio, Airtel ও Vi এর কোন প্রিপেড প্ল্যান রিচার্জ করবেন

By :  techgup
Update: 2024-09-02 08:30 GMT

বিনামূল্যে Netflix ওটিটি পরিষেবা উপভোগ করতে চান? তাহলে বিভিন্ন টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান বেছে নেওয়া সেরা উপায়। Jio, Airtel এবং Vodafone Idea (Vi) এর মতো বেসরকারি সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের সাথে বিনামূল্যে OTT পরিষেবা দেয়। এখানে আমরা এই প্ল্যানগুলি নিয়ে আলোচনা করবো।

Jio-র 1299 টাকার প্ল্যানের সাথে ফ্রি Netflix সাবস্ক্রিপশন

জিও-র সবচেয়ে সস্তা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যানের মূল্য 1299 টাকা। এখানে রোজ 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যায় এবং এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এখানে JioTV, JioCinema এবং JioCloud অ্যাপ ব্যবহারের সুবিধা আছে। মনে রাখবেন, এই প্রিপেড প্ল্যানের সাথে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হয়।

আরও পড়ুন : Maruti Suzuki: মধ্যবিত্তের মুখে হাসি ফোটাল মারুতি, পুজোর মুখে কমল সবচেয়ে সস্তা দুই গাড়ির দাম

Vodafone Idea-র 1599 টাকার প্ল্যানের সাথে বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন

ভোডাফোন আইডিয়ার 84 দিনের এই রিচার্জ প্ল্যানের সাথে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যায়। আবার এখানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ 100টি এসএমএস উপভোগ করা যায়। এই প্ল্যানের সাথে 84 দিনের জন্য নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন ছাড়াও উইকএন্ড ডেটা রোলওভার এবং সারা রাত (রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত) আনলিমিটেড ডেটা পাওয়া যায়।

আরও পড়ুন : অভিযোগ পেলেই ব্যবস্থা, মহিলাদের নিরাপত্তার জন্য সরকার চালু করল SHe-Box পোর্টাল

ফ্রি Netflix সাবস্ক্রিপশন পাবেন Airtel-র 1798 টাকার প্ল্যানে

এয়ারটেল গ্রাহকরা 1798 টাকার প্ল্যান রিচার্জ করলে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাবেন। এর ভ্যালিডিটি 84 দিন এবং এখানে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন দেওয়া হয়। এয়ারটেলের এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন 3 জিবি ডেটা ছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং এবং 100টি এসএমএস পাওয়া যাবে। এছাড়াও এয়ারটেল এক্সস্ট্রিম, অ্যাপোলো 24/7 সার্কেল এবং উইঙ্ক মিউজিকের সুবিধা মেলে।

Tags:    

Similar News