5G পরিষেবা পেতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি হচ্ছে Vi ও BSNL গ্রাহকদের, Jio ও Airtel গ্রাহকরাও সাবধান

By :  techgup
Update: 2022-12-29 08:11 GMT

গত অক্টোবর মাসের শুরুতে ভারতে রোলআউট হয়েছে বহুপ্রতীক্ষিত 5G পরিষেবা। ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় দুই টেলিকম অপারেটর Reliance Jio এবং Airtel সম্মিলিতভাবে ৫০ টিরও বেশি শহরে এই পরিষেবা পৌঁছে দিয়েছে। তবে এই দুরন্ত গতির নেট সার্ভিস ব্যবহার করতে হলে Vodafone Idea বা Vi এবং BSNL-এর ব্যবহারকারীদেরকে কিন্তু আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ এই টেলিকম সংস্থা দুটি এখনও 5G সার্ভিস লঞ্চ করেনি। যদিও কোম্পানি দুটি বহুদিন ধরেই দাবি করছে যে খুব শীঘ্রই তারা ইউজারদের জন্য পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা নিয়ে আসবে, তবে বাস্তবে কিন্তু এখনও পর্যন্ত তা হয়ে ওঠেনি। সেক্ষেত্রে দুশ্চিন্তার বিষয় হল, এই সুযোগে মাঠে নেমে পড়েছে স্ক্যামাররা। নিজেদের মস্তিষ্কপ্রসূত ফন্দিফিকিরকে কাজে লাগিয়ে তারা উক্ত সংস্থাদ্বয়ের (বিশেষত Vi-এর) গ্রাহকদেরকে সর্বস্বান্ত করার জন্য জোরকদমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক কীভাবে? আসুন জেনে নিই।

Vi এর গ্রাহকদের 5G মোবাইলের সিম আপগ্রেড করার নাম করে গোটা দেশজুড়ে চলছে প্রতারণা

টাইমস অফ ইন্ডিয়ার একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইদানীংকালে বহু সংখ্যক ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা ৫জি সিম আপগ্রেড সংক্রান্ত ভুয়ো এসএমএস এবং হোয়াটসঅ্যাপ (WhatsApp) টেক্সট পাচ্ছেন। মেসেজগুলিতে হ্যাকাররা একটি বিশেষ লিঙ্কে ক্লিক করে ইউজারদেরকে নিজেদের ৪জি (4G) সিমকে ৫জি-তে আপগ্রেড করার জন্য প্রলুব্ধ করছে। উদাহরণস্বরূপ, "Vi 5G network is live. Click on the link below or call on XXXXXX number to upgrade" - এই মেসেজটি একজন ইউজারের কাছে এসেছে বলে জানা গিয়েছে। স্পষ্টতই দেখা যাচ্ছে, জালিয়াতরা বেশ জোর গলায় দাবি করছে যে, ভোডাফোন আইডিয়ার ৫জি নেটওয়ার্ক রোলআউট হয়ে গিয়েছে, এবং ইউজারদেরকে এই পরিষেবা ব্যবহার করার জন্য একটি বিশেষ লিঙ্কে ক্লিক অথবা একটি অজানা নম্বরে কল করতে হবে। খুব স্বাভাবিকভাবেই টেক দুনিয়ার হালহকিকত সম্পর্কে যারা ওয়াকিবহাল নয়, তারা দুরন্ত গতির ইন্টারনেট ব্যবহারের মজা উপভোগ করার আশায় মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করে ফেলছেন, এবং তারপরেই শুরু হচ্ছে আসল খেলা!

এখনও Vi-এর 5G পরিষেবা এদেশে লঞ্চ হয়নি, তাই ভুয়ো মেসেজ সম্পর্কে সতর্ক থাকুন

আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই ৫জি আপগ্রেডেশনকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে বেশ বড়োসড়ো প্রতারণার জাল বিছিয়েছে স্ক্যামাররা। ৪জি সিমকে ৫জি-তে আপগ্রেড করার নাম করে তারা ইউজারদেরকে যে সকল মেসেজ বা হোয়াটসঅ্যাপ টেক্সট পাঠাচ্ছে, সেগুলি সম্পূর্ণভাবে ভুয়ো। তাই এই ধরনের কোনো মেসেজ পেলে গ্রাহকদের সেগুলিকে পাত্তা দেওয়া মোটেই উচিত নয়। বিশেষত ভোডাফোন আইডিয়ার ৫জি পরিষেবাই যখন এখনও এদেশে উপলব্ধ হয়নি, তখন মেসেজগুলি যে ১০০ শতাংশ জাল, সেকথা নিঃসন্দেহে অনস্বীকার্য। বলে রাখি, মেসেজে হ্যাকাররা যে লিঙ্কটির উল্লেখ করছে, সেটি আদতে ম্যালিশিয়াস লিঙ্ক। ফলে সেটিতে ক্লিক করলেই ব্যবহারকারীদের ফোনে মজুত থাকা সমস্ত ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকিং ডিটেইলস হ্যাকারদের হাতের মুঠোয় চলে যাবে। আর এর ফলস্বরূপ ইউজারদের ব্যাংক অ্যাকাউন্ট যে গড়ের মাঠে পরিণত হবে, সেকথা নিশ্চয়ই আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাই মূলত ভোডাফোন আইডিয়া এবং সেইসাথে বিএসএনএলের গ্রাহকদেরও বিষয়টি সম্পর্কে সতর্ক থাকা একান্ত আবশ্যক।

Jio এবং Airtel ইউজাররাও কিন্তু নিরাপদ নয়

উল্লেখ্য যে, বর্তমানে ভারতের নির্বাচিত কয়েকটি শহরে ৫জি পরিষেবা চালু করেছে জিও এবং এয়ারটেল। ফলে যে সকল শহরে এখনও এই পরিষেবা উপলব্ধ হয়নি, সেখানকার মানুষদেরও ভুয়ো মেসেজ পাঠিয়ে তাদেরকে সাইবার জালিয়াতির ফাঁদে ফেলতে চাইছে জালিয়াতরা। অর্থাৎ একটু ভালোভাবে বললে, আপনি হয়তো এমন কোনো জায়গায় থাকেন যেখানে এখনও উক্ত সংস্থাদ্বয়ের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস এসে পৌঁছোয়নি। এমত পরিস্থিতিতে হঠাৎ একদিন আপনি একটি মেসেজ পেলেন, যাতে বলা রয়েছে যে, আপনার শহরে ৫জি এসে গিয়েছে এবং সেটি ব্যবহার করতে হলে আপনাকে মেসেজে থাকা লিঙ্কটিতে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আনন্দে উৎফুল্ল হয়ে লিঙ্কটিতে ক্লিক করে ফেলাটা আমি-আপনি সবার জন্যই খুবই স্বাভাবিক৷ তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, ইউজারদের এই উচ্ছ্বসিত হওয়ার সুযোগেরই সদ্ব্যবহার করছে হ্যাকাররা। তাই মোদ্দা কথা হল, ৫জি আপগ্রেডেশন সংক্রান্ত কোনো মেসেজ পেলে সকল ব্যবহারকারীদের সেটি এড়িয়ে চলা উচিত।

চোখকান খোলা রাখুন, সতর্ক থাকুন

সবচেয়ে বড়ো কথা হল, Jio এবং Airtel ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, ব্যবহারকারীরা তাদের বিদ্যমান 4G সিম মারফতই বিদ্যুৎ গতির 5G নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার করতে পারবেন। ফলে সিম আপগ্রেড করার কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে BSNL এবং Vodafone Idea-র ইউজারদের ক্ষেত্রে বলি, আগামী দিনে সংস্থাদ্বয়ের 5G পরিষেবা কবে এদেশে চালু হবে, তা জানার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। তাহলেই ভবিষ্যতে কোম্পানি দুটির পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস কবে ভারতে উপলব্ধ হবে, তা অতি অনায়াসে জেনে ফেলতে পারবেন।

Tags:    

Similar News