ফোন, টিভি সহ বিভিন্ন প্রোডাক্টে ছাড়! আজ থেকে শুরু হল Samsung Live Shopping Offer সেল

দীপাবলি উপলক্ষে Samsung এর নিজস্ব সাইটে অনুষ্ঠিত হতে চলেছে Live Shopping Offer সেল। এই সেল আজ অর্থাৎ ২৭ অক্টোবর থেকে শুরু হবে এবং চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। ৩ দিনের এই সেলে Galaxy Watch 4, Galaxy Tab S7+, Galaxy Tab S7 FE, Samsung Sero, Neo QLED TV, Curd Maestro এবং Digi-Touch Cool রেফ্রিজারেট সহ বিভিন্ন প্রোডাক্ট আকর্ষণীয় ডিসকাউন্টের সাথে কিনে নেওয়া যাবে। কারণ Live Shopping Offer সেলে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস, অ্যাপ অফার ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারগুলি প্রতিদিন বিকেল ৭টা থেকে ৭.৩০টা পর্যন্ত Samsung Live Event-এর মাধ্যমে ঘোষণা করা হবে। এই ইভেন্টেটি আপনারা সরাসরি সংস্থার YouTube ও Facebook অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন। আর, স্যামসাংয়ের অফিসিয়াল সাইটে গিয়ে এই অফারের লাভ ওঠানো যাবে। মনে রাখবেন, প্রতিদিনের ঘোষিত অফারগুলি রাত ১২টা পর্যন্ত বৈধ থাকবে।

Samsung Live Shopping Offer সেলে ডিসকাউন্টের সাথে উপলব্ধ প্রোডাক্টের তালিকা

Galaxy Watch 4: স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ আসন্ন সেলে ২৩,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে এনলিস্ট করা হয়েছে। এই দাম ওয়াচের ৪০ ইঞ্চি ডিসপ্লে যুক্ত ব্লুটুথ ভ্যারিয়েন্টের। আবার, 4G LTE ভ্যারিয়েন্ট অফারের সাথে ২৮,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কেনা যাবে। ফিচার হিসাবে, গ্যালাক্সি ওয়াচ ৪ স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং এবং স্লীপ ট্র্যাকিং সেন্সর। এতে, ওয়ান ইউআই ওয়াচ ৩ কাস্টম ওএস, Exynos W920 প্রসেসর, ১.৫ জিবি র‍্যাম এবং ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ বর্তমান।

Samsung Galaxy Tab S7+: গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাস -এর LTE ভ্যারিয়েন্টের আসল দাম ৭৯,৯৯৯ টাকা। তবে আপকামিং সেলে এই ট্যাবলেটকে ৩,০০০ টাকা ডিসকাউন্টের সাথে ৭৬,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। ক্রেতারা চাইলে ২৪ মাসের জন্য ১,৯৮৭.৯০ টাকার ইএমআই শোধ করেও এটি বাড়ি নিয়ে যেতে পারবেন। অন্যদিকে, ট্যাবের ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের এমআরপি ৭১,৯৯৯ টাকা হলেও, এটিকে পুরো ১২,০০০ টাকা ডিসকাউন্টের সাথে ৫৯,৯৯৯ টাকায় কেনা যাবে। উক্ত ট্যাবলেট, ১২.৪ ইঞ্চির ডিসপ্লে প্যানেল, প্যাটার্ন কী-বোর্ড ও S-Pen সহ এসেছে।

Samsung Tab S7 FE: স্যামসাং ট্যাব এস৭ এফই ট্যাবলেটের ৪ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ যুক্ত LTE ভ্যারিয়েন্ট সেলে ৪৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এটির আসল দাম ৪৬,৯৯৯ টাকা। একই ভাবে, ট্যাবের ওয়াই-ফাই ভার্সন ৪১,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৩৮,৯৯৯ টাকায় খরিদ করা যাবে। অর্থাৎ ফ্লাট ৩,০০০ টাকা অফ মিলবে। ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৭ এফই মডেলে ১২.৪ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে, অক্টা-কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১০,০৯০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

The Sero TV: ১,২৪,৯৯০ টাকা দামের দ্য সেরো টিভির ৪৩ ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্ট আজ থেকে ৪৪% পর্যন্ত ডিসকাউন্টের সাথে কেনা যাবে। এতে, 4K রেজোলিউশন যুক্ত QLED ডিসপ্লে রয়েছে। টিভিটির সাথে ক্রেতারা একটি অল-ইন-ওয়ান স্ট্যান্ড পাবেন, যার সাহায্যে ৩৬০° ভিউ উপভোগ করা যাবে। এছাড়া, এই টিভিতে অ্যাডাপ্টিভ পিকচার, রেসপন্সিভ ইউআই, ট্যাপ ভিউ টেকনোলজি এবং অ্যাক্টিভ ভয়েস অ্যামপ্লিফায়ার রয়েছে। আবার, সাউন্ড আউটপুটের জন্য থাকছে ৬০ ওয়াটের ফায়ারিং স্পিকার।

Samsung Neo QLED smart TV series

স্যামসাং নিও QLED স্মার্ট টিভি সিরিজ ৫টি ডিসপ্লে সাইজে এসেছে – ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ইঞ্চি, ৭৫ ইঞ্চি এবং ৮৫ ইঞ্চি। এগুলিতে, 8K এবং 4K রেজোলিউশন যুক্ত QLED ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী, সিরিজের প্রত্যেকটি ভ্যারিয়েন্টের সাথে ১৭% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। ফলে ৫০ ইঞ্চি ডিসপ্লে যুক্ত বেস ভ্যারিয়েন্ট আসন্ন সেলে ৯৯,৯৯০ টাকায় কিনে নেওয়া যাবে।

244L Curd Maestro Double Door Refrigerator

RT28T3523S8 মডেল নম্বর যুক্ত কার্ড মায়েস্ট্রো রেফ্রিজারেটর ৪,৮০০ টাকা ছাড়ের সাথে ২৬,১৯০ টাকায় কেনা যাবে। তবে সেল শেষ হতেই এর দাম পুনরায় ৩০,৯৯০ টাকা হয়ে যাবে। ক্রেতারা চাইলে এই ফ্রিজকে মাসিক ১,১৪৮.৬৪ টাকার ইএমআইয়ের অধীনে কিনতে পারবেন। সেক্ষেত্রে, ইএমআইয়ের সময়সীমা থাকবে ২৪ মাস। ফিচার হিসাবে এটি, ডিজিটাল ইনভার্টার টেকনোলজি, অল-অ্যারাউন্ড কুলিং এবং পাওয়ার কুল বা ফাস্ট কুলিং সাপোর্ট করে।

Digi-Touch Cool Refrigerator

সেলে এই রেফ্রিজারেটরের প্রারম্ভিক দাম ১৬,৩০০ টাকা রাখা হয়েছে। ডিজি-টাচ কুল সিরিজের অধীনে আপনারা একাধিক মডেল উপলব্ধ পেয়ে যাবেন।