বিভ্রান্তি দূর হল, Samsung Galaxy S22, Galaxy S22+ ফোনে সাপোর্ট করবে 48Hz থেকে 120Hz রিফ্রেশ রেট

Samsung Galaxy S22 ও Samsung Galaxy S22+ এর ডিসপ্লে রিফ্রেশ রেট নিয়ে অবশেষে দূর হল। কোম্পানির তরফে জানানো হয়েছে, উভয় Galaxy S22 সিরিজের ফোনে ৪৮ হার্টজ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সার্পোট করবে। তবে এগুলিতে থাকা ‘প্রোপ্রায়রেটি টেকনোলজি’ পাওয়ার সেভ করার জন্য ১০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট নামিয়ে আনতে পারে। সেই কারণে লঞ্চ ইভেন্টে Samsung Galaxy S22 ও Samsung Galaxy S22+ ফোনগুলির রিফ্রেশ রেট ১০ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছিল।

ইতিমধ্যেই কোম্পানির তরফে তাদের ওয়েবসাইটে নতুন রিফ্রেশ রেটের বিষয়টা আপডেট করা হয়েছে। ফলে এখন ওয়েবসাইট ভিজিট করলে স্যামসাং গ্যালাক্সি এস২২ ও গ্যালাক্সি এস২২ প্লাস ফোনের রিফ্রেশ রেট ৪৮-১২০ হার্টজ দেখা যাবে।

কোম্পানির এক মুখপাত্র, এনডিটিভি কে জানিয়েছে, ‘যদিও স্যামসাং গ্যালাক্সি এস২২ ও গ্যালাক্সি এস২২ ডিভাইসের ডিসপ্লে কম্পোনেন্ট ৪৮ হার্টজ থেকে ১২০ হার্টজ এর মধ্যে রিফ্রেশ রেট সমর্থন করে, তবে তাদের প্রোপ্রায়রেটি টেকনোলজি প্রয়োজন মতো ডিসপ্লে রিফ্রেশ রেট সরবরাহ করে। ফলে দরকার পড়লে রিফ্রেশ রেট ১০ হার্টজে নেমে আসবে।

উল্লেখ্য, গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S21 ও Samsung Galaxy S21+ ফোনেও ৪৮-১২০ হার্টজ রিফ্রেশ রেট ছিল। ফলে বলা যায়, নতুন সিরিজের ফোনেও একই ডিসপ্লে রিফ্রেশ রেট সাপোর্ট করবে। তবে Samsung Galaxy S22 Ultra ফোনটি ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ এসেছে।