Sony Xperia 5 V বাজারে ঝড় তুলতে লঞ্চ হল, 52 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 5000mAh ব্যাটারি

Sony Xperia 5 V স্মার্টফোনের দাম ৯৯৯ ইউরো (প্রায় ৮৯,৭০০ টাকা) রাখা হয়েছে। এই কমপ্যাক্ট ডিজাইনের ফ্ল্যাগশিপটি তিনটি কালার ভ্যারিয়েন্টে এসেছে, যথা - ব্ল্যাক, বলয়ে এবং প্ল্যাটিনাম সিলভার

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ অর্থাৎ ১লা সেপ্টেম্বর Sony Xperia 5 V লঞ্চের মুখ দেখলো। ফ্ল্যাগশিপ-গ্রেড এই স্মার্টফোনটি কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর বডি ডিজাইন অফার করে এবং চলতি বছরের প্রথমার্ধে আত্মপ্রকাশ করা Sony Xperia 1 V মডেলের উত্তরসূরি হিসাবে এসেছে। আলোচ্য ডিভাইসে একাধিক উল্লেখযোগ্য ফিচার বিদ্যমান রয়েছে, যেমন – FHD+ OLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএস, ৮ জিবি র‌্যাম, ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, এবং ৫,০০০ এমএএইচের বড় ব্যাটারি। এছাড়া ইউজাররা এতে স্টেরিও স্পিকার সিস্টেমও পেয়ে যাবেন। চলুন নয়া Sony Xperia 5 V স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Sony Xperia 5 V স্মার্টফোনের ডিজাইন

নবাগত Sony Xperia 5 V স্মার্টফোনটি কমপ্যাক্ট ডিজাইনের সাথে এসেছে। এর পরিমাপ ১৫৪x৬৮x৮.৬ মিমি এবং ওজন ১৮০ গ্রামেরও কম থাকছে। অর্থাৎ, পূর্বসূরি Sony Xperia 1 V স্মার্টফোনের থেকে উত্তরসূরিটি ওজনে ১১ গ্রাম ভারী এবং পরিমাপে ২ মিমি বেশি। ডিভাইসটি গ্লাস ব্যাক প্যানেলের সাথে এসেছে। যেকারণে এর ডিসপ্লের পাশাপাশি পেছনের প্যানেলও কর্নি গরিলা গ্লাস ভিক্টাস ২ দ্বারা সুরক্ষিত।

Sony Xperia 5 V স্মার্টফোনের স্পেসিফিকেশন

Sony Xperia 5 V স্মার্টফোনে ৬.১-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২১:৯ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR প্রযুক্তি সমর্থন করে। ডিভাইসটি শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ মিলবে। এতে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ উপলব্ধ। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব।

ক্যামেরা বিভাগের কথা বললে, Sony Xperia 5 V স্মার্টফোনে পূর্বসূরি Xperia 1 V -এর মতোই প্রায় অনুরূপ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বিদ্যমান। এই ক্যামেরা সেটআপের প্রাইমারি সেন্সরটি ৫২-মেগাপিক্সেলের এক্সমোর টি, যার কার্যকর রেজোলিউশন ৪৮-মেগাপিক্সেল। এই মুখ্য সেন্সর – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি, অটোফোকাস মোড এবং ২এক্স অপটিক্যাল জুম সমর্থন করে। আর সহায়ক ক্যামেরা হিসাবে ১২-মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বর্তমান, যার ফোকাল লেন্থ ১৬ মিমি। এদিকে ডিভাইসের সামনে ১২-মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষণীয়।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, সনি ব্র্যান্ডের এই হ্যান্ডসেটে LDAC এবং হাই-রেস অডিও প্রযুক্তি সমর্থিত ফুল-স্টেজ স্টেরিও স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৮ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করে। আর জল এবং ধুলো প্রতিরোধের জন্য Sony Xperia 5 V ফোন IP68 রেটিং প্রাপ্ত।

Sony Xperia 5 V স্মার্টফোনের দাম

Sony Xperia 5 V স্মার্টফোনের দাম ৯৯৯ ইউরো (প্রায় ৮৯,৭০০ টাকা) রাখা হয়েছে। এই কমপ্যাক্ট ডিজাইনের ফ্ল্যাগশিপটি তিনটি কালার ভ্যারিয়েন্টে এসেছে, যথা – ব্ল্যাক, বলয়ে এবং প্ল্যাটিনাম সিলভার। ডিভাইসটির সেলের তারিখ এখনো প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, এটিকে সেপ্টেম্বরের শেষ দিক থেকে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। যদিও ভারত সহ বিশ্ব বাজারে আলোচ্য মডেলটি কবে নাগাদ লঞ্চের মুখ দেখতে পারে তা এখনো জানা সম্ভব হয়নি।