প্রতিটি স্কুটারই নতুন আপডেটের সঙ্গে লঞ্চ, রাত পোহালেই বড় ঘোষণা করতে পারে Hero MotoCorp

মার্চের দ্বিতীয় সপ্তাহে স্কুটারপ্রেমীদের জন্য বড় খবর শোনাতে চলেছে ভারতের বৃহত্তম টু-হুইলার কোম্পানি হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ইতিমধ্যেই সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে ৬ মার্চ, ২০২৩ দিনটি অবশিষ্ট বিষয়ে ঘোষণার জন্য ধার্য করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে টু-হুইলার কোম্পানিটি বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভট্টের ছবি পোস্ট করেছে। এনারা হলেন সংস্থার স্কুটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

Hero নয়া নির্গমন বিধি মেনে স্কুটার আনবে

হিরোর স্কুটারটি নয়া নির্গমন বিধি ওবিডি-২ পালন করে ৬ মার্চ বাজারে লঞ্চ হতে পারে। কারণ এপ্রিল থেকেই সমগ্র ভারতে নতুন বিধি কার্যকর হতে চলেছে। যদিও সংস্থার তরফে এ বিষয়ে এখনও কোন নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি। উল্লেখ্য, হিরোর প্রতিপক্ষ সংস্থা ইয়ামাহা (Yamaha), হোন্ডা (Honda) এবং সুজুকি (Suzuki) ইতিমধ্যেই নয়া নির্গমন বিধির ইঞ্জিন সমেত একাধিক স্কুটার লঞ্চ করেছে। সে জায়গায় হিরো যে হাত গুটিয়ে বসে থাকবে না, তা একপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়। জল্পনা শোনা যাচ্ছে, সংস্থার প্রতিটি স্কুটার আগামীকাল নতুন আপডেটের সঙ্গে লঞ্চ হবে।

দেশের যানবাহন থেকে দূষণ নির্গমন কমাতে ভারত সরকারের তৎপরতা বিগত কয়েক বছর ধরে চোখে পড়ার মতোই। কখনও বিকল্প জ্বালানি, আবার কখনও পেট্রোল ডিজেলের ব্যবহার কমানো প্রসঙ্গ বারংবার সরকারের নেতা মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে। তাই জীবাশ্ম জ্বালানির যানবাহনে এপ্রিল ২০২৩ থেকেই নয়া নির্গমন বিধি ওবিডি-২ লাগু হতে চলেছে। যেখানে প্রতিটি যানবাহনে রিয়েল টাইম অন-বোর্ড ডায়াগনস্টিক সিস্টেমের সুবিধা মিলবে। এই ব্যবস্থায় ইঞ্জিনে কোনরকম ত্রুটি দেখা দিলেই, সাথে সাথে আলো জ্বলে উঠবে, ফলে চালকের নজরে আসবে বিষয়টি।

Hero-র পোর্টফোলিওতে এই স্কুটারগুলি বর্তমান

প্রসঙ্গত, হিরো মোটোকর্প-এর পোর্টফোলিওতে বর্তমানে Pleasure Plus, Destini 125, Maestro Edge 110, Maestro Edge 125 এবং সদ্য লঞ্চ হওয়া Xoom – এই স্কুটারগুলি রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, জানুয়ারিতে Xoom স্কুটারটি লঞ্চ হলেও এতে ওবিডি-২ পালনকারী ইঞ্জিন দেওয়া হয়নি। আপডেটেড স্কুটারগুলি একই ফিচার এবং স্পেসিফিকেশন সমেত আসবে। তবে নতুন কালার অপশন যোগ হতে পারে।