IPL 2024 Points Table: প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার পর পয়েন্টস তালিকায় কে‌ কোন‌ স্থানে?

এই বছর আইপিএলের প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নেয়।

এই বছর ২২ মার্চ থেকে ভারতের অন্যতম ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল (IPL 2024) শুরু হয়ে গেছে। এরপর এই টুর্নামেন্টের প্রতিটি দল এখনও পর্যন্ত ১ টি করে ম্যাচ খেলে ফেলেছে। এর সঙ্গেই ক্রিকেট ভক্তরা ইতিমধ্যেই এই বছর আইপিএলের একাধিক মনমুগ্ধকর সময়ের সাক্ষী হয়েছে। প্রায় প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। এবার দেখে নেওয়া যাক ২০২৪ আইপিএলের পয়েন্ট তালিকায় এখন কোন দল কোথায় দাঁড়িয়ে আছে।

এই বছর আইপিএলের প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে। ম্যাচের প্রথম ইনিংসে বেঙ্গালুরুর হয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসিস এবং উইকেটকিপার অনুজ রাওয়াত দুরন্ত শুরু করার চেষ্টা করলেও নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রাচিন রবীন্দ্র এবং শিবম দুবের বিধ্বংসী ব্যাটিংয়ে চেন্নাই ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয়। এরপর গতকাল আইপিএলের অন্যতম বড়ো ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়।

এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচ শেষ বল পর্যন্ত নিয়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে তারা ৬ রানে হারে সম্মুখীন হলেও অধিনায়কত্ব হারানোর পর রোহিত শর্মা ব্যাট হাতে নিজের ছন্দেই ছিলেন। তিনি ২৯ বলে ৪৩ রান করেন। তবে একটি করে ম্যাচ শেষে এখন আইপিএল এর পয়েন্ট তালিকায় প্রথম স্থানে রাজস্থান রয়্যালস জায়গা করে নিয়েছে। তারা প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তাদের বর্তমান নেট রান রেট +১.০০০।

এই তালিকা দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস তারাও ২ পয়েন্ট সংগ্রহ করেছে। বর্তমানে চেন্নাইয়ের নেট রান রেট +০.৭৭৯। তৃতীয় স্থানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব কিংস জায়গা করে নিয়েছে। বর্তমানে তাদের নেট রান রেট +০.৪৫৫। এছাড়াও ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা গুজরাট টাইটান্সের নেট রান রেট +০.৩০০। অন্যদিকে এই তালিকায় কলকাতা নাইট রাইডার্সও সানরাইজ হায়দ্রাবাদ কে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। পঞ্চম স্থানে থাকা কলকাতার নেট রান রেট +০.২০০।

২০২৪ আইপিএলের বর্তমান পয়েন্ট তালিকা (IPL 2024 Points Table) :