BSNL Free SIM: ব্যাপক চাহিদা, ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে 4G উপহার বিএসএনএল-এর

BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেডের পরিষেবা নিয়ে গ্রাহকদের অসন্তুোষের শেষ নেই; কিন্তু গ্রাহকদের মন জয় করতে সরকারের মালিকানাধীন টেলিকম কোম্পানিটিও যে কোনো কসুর রাখে না – সে কথা স্বীকার না করে উপায় নেই। সেক্ষেত্রে বিগত কয়েক মাসে একাধিক প্রলুব্ধকারী পদক্ষেপ নেওয়ার পর, এখন BSNL তার ফ্রি ৪জি (4G) সিম কার্ড অফারটি এই বছরের শেষ অর্থাৎ আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে। ফলত আগ্রহীরা খুব সহজেই BSNL-এর কানেকশন নিতে পারবেন (নিজেদের নম্বর পোর্ট করেও), যেখানে ১০০ টাকার FRC (ফার্স্ট রিচার্জ কুপন) ছাড়া অন্য কোনো খরচ লাগবে না। আপাতত সংস্থার কেরালা সার্কেলে এই অফার উপলব্ধ রয়েছে; তবে খুব শীঘ্রই দেশের বাকি সমস্ত অঞ্চলেও অফারের লাভ ওঠানো যাবে বলে অনুমান করা হচ্ছে।

BSNL-এর ফ্রি 4G সিম অফার আসলে কী?

এপ্রিল মাসে চালু হওয়া এই অফারের আওতায় বিএসএনএল, নতুন গ্রাহকদের বিনামূল্যে ৪জি সিম কার্ড দিয়ে থাকে। অফারটির জনপ্রিয়তা দেখে সংস্থাটি প্রথমে এর লভ্যতা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায়। তবে এখন আগামী তিন মাস অবধি এর সুবিধা নেওয়া যাবে। এক্ষেত্রে নতুন গ্রাহক বা পোর্ট করে কানেকশন নেওয়া গ্রাহকদের সিম কার্ডের জন্য ২০ টাকা পরিশোধ করতে হবে না।

এই প্ল্যানেও বেশি সুবিধা দিচ্ছে BSNL

ফ্রি সিম অফারের লভ্যতা বাড়ানোর পাশাপাশি, বিএসএনএল, তার ৬৯৯ টাকার প্ল্যানের মেয়াদ ৯০ দিনের জন্য বাড়িয়েছে। যারা জানেন না তাদের বলে রাখি, গত ২৮শে সেপ্টেম্বর এই প্ল্যানটি মেয়াদোত্তীর্ণ হয়েছিল। তবে এখন ১৮০ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্রোমোশনাল বা প্রচারমূলক প্রিপেইড প্ল্যানটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিচার্জ করা যাবে।

বিএসএনএলের ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি সমস্ত বিদ্যমান এবং নতুন প্রিপেইড মোবাইল গ্রাহকদের জন্য উপলব্ধ। গ্রাহকরা ১২৩ নম্বরে ‘BSNL699’ লিখে মেসেজ পাঠিয়ে বা থার্ড পার্টি প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে প্ল্যানটি সক্রিয় করতে পারেন। সুবিধার কথা বললে, এতে দৈনিক ৫০০ এমবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস উপভোগ করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন