JBL Wave Buds Beam: দুর্দান্ত বেসযুক্ত দুটি ইয়ারবাড লঞ্চ করল জেবিএল, দাম সাধ্যের মধ্যে

Avatar

Updated on:

JBL Wave Buds Wave Beam TWS Earbuds Launched in India

Harman অধিকৃত অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থা JBL আজ ভারতে JBL Wave Buds এবং Wave Beam নামের দুটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড লঞ্চ করল। নতুন এই দুটি ইয়ারফোন ভিন্ন ডিজাইনে আসলেও স্পেসিফিকেশন ও ফিচারের দিক থেকে সমান। এগুলিতে রয়েছে স্মার্ট অ্যাম্বিয়েন্ট টেকনোলজি, ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি ও টক থ্রু ফিচার। দুটি ইয়ারবাডই ৫০০০ হাজার টাকারও কম দামে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন JBL Wave Buds এবং Wave Beam ইয়ারবাডের সঠিক দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

JBL Wave Buds এবং Wave Beam ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জেবিএল ওয়েভ বাডস ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। অন্যদিকে জেবিএল ওয়েভ বিম ইয়ারফোনের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। উভয় ইয়ারফোনই হোয়াইট, ব্ল্যাক, পিচ এবং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। আর নয়া এই দুটি ইয়ারফোন আগামীকাল অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং রিটেল স্টোরে উপলব্ধ হবে।

JBL Wave Buds এবং Wave Beam ইয়ারবাডের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত জেবিএল ওয়েভ বাডস ইয়ারফোনটি ইন-ইয়ার ডিজাইনে এসেছে। পাশাপাশি জেবিএল ওয়েভ বিম এসেছে স্টেম ও সিলিকন ইয়ারটিপ সহ। তাই ব্যবহারকারী এর ইয়ারবাডের স্টেমে স্পর্শ করে সহজেই ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

ইয়ারফোন দুটির অডিও প্রসঙ্গে বলতে গেলে ওয়েভ বাডস এবং ওয়েভ বিম উভয় ইয়ারবাডে রয়েছে ৮ এমএম ড্রাইভার, যা গভীর বেস সরবরাহ করবে। তাছাড়া হেয়ারেবল দুটিতে থাকছে স্মার্ট অ্যাম্বিয়েন্ট টেকনোলজি। ফলে গান শোনার সময়ও চারপাশে আওয়াজ সম্পর্কে সচেতন থাকবেন ব্যবহারকারী। শুধু তাই নয়, ইয়ারবাড দুটিতে টক- থ্রু ফিচার উপলব্ধ। তাই ইয়ারবাডগুলি কান থেকে না খুলেই ইউজার অন্যের কথা শুনতে পাবেন। তদুপরি ইয়ারবাড দুটি জেবিএল হেডফোন অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ।

এখানেই শেষ নয়! JBL Wave Buds এবং Wave Beam ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.২, গুগল ফাস্ট পেয়ার এবং ফাস্ট চার্জিং টেকনোলজি। সংস্থার মতে, একবার চার্জে উভয় ইয়ারফোন ৩০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোন দুটি IP54 রেটিং সহ এসেছে।

সঙ্গে থাকুন ➥