কম দামে জমকালো ডিজাইনের ইয়ারবাড, Mivi Commando X9 ফুল চার্জে চলবে তিনদিন

Avatar

Published on:

Mivi Commando X9 Launched in India

ভারতে আত্মপ্রকাশ করল Mivi Commando X9 ইয়ারবাড। দেশীয় সংস্থার নতুন এই ইয়ারফোন ৭২ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর DuoPods M30 এবং Collar Flash Pro লঞ্চের পর সংস্থার নতুন এই ইয়ারফোনটি ডুয়াল আরজিবি ডিজাইনে এসেছে। তাছাড়া এতে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার এবং টাচ কন্ট্রোল। চলুন দেখে নেওয়া যাক নতুন Mivi Commando X9 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Mivi Commando X9 এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে মিভি কম্যান্ডো এক্স৯ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। পাঁচটি কালার অপশনে আসা নতুন এই ইয়ারফোনের সাথে দেওয়া হবে এক বছরের ওয়্যারেন্টি। আর আগামী ৩১ মার্চ থেকে ফ্লিপকার্ট এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পাওয়া যাবে এই অডিও ডিভাইস।

Mivi Commando X9 এর স্পেসিফিকেশন ও ফিচার

মিভি কম্যান্ডো এক্স৯ ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ওউরা লাইটের সাথে ডুয়াল আরজিবি ডিজাইন। তাছাড়া এতে দেওয়া হয়েছে ১৩ এমএম ডায়নামিক ড্রাইভার, যা ডিপ এবং উচ্চ বেস প্রদান করতে সক্ষম। আবার ইয়ারফোনটিকে গেমিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। কারণ এতে ৩৫ এমএস আলট্রা লো ল্যাটেন্সি গেমিং মোড উপলব্ধ। শুধু তাই নয়, এর সঙ্গে এতে রয়েছে একটি আলট্রা গেমিং মোড। আর এই মোড সহজ ট্যাপিংয়ের মাধ্যমে চালু করা সম্ভব।

অন্যদিকে এই ইয়ারবাডে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করবে। এর জন্য ডিভাইসটিতে কোয়াড মাইক সেটআপ বর্তমান। তদুপরি ইয়ারফোনটি টাচ কন্ট্রোল এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে।

এবার আসা যাক Mivi Commando X9 ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৭২ ঘন্টা পর্যন্ত গেমিং টাইম অফার করবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ৫০০ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে।

সঙ্গে থাকুন ➥