লঞ্চের ৭ দিন আগেই Nothing Ear (2) ইয়ারবাডের দাম ফাঁস, কিনতে কত ব্যয় করতে হবে

Avatar

Published on:

Nothing Ear 2 Price leaked ahead 22 March

গত বছর Nothing এর প্রথম প্রোডাক্ট হিসেবে বাজারে আসে Nothing Ear (1) ইয়ারবাড। অভিনব লুকের জন্য ইতিমধ্যেই এটিযথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এখন আবার সংস্থাটি এর উত্তরসূরী আনতে চলেছে, যার নাম Nothing Ear (2)। পরবর্তী প্রজন্মের এই হেয়ারেবেলটি আগামী ২২ মার্চ বাজারে আসবে। তবে লঞ্চের আগেই টিপস্টার মারফত অডিও ডিভাইসটির দাম এবং লভ্যতা সংক্রান্ত তথ্য সামনে আসলো। চলুন Nothing Ear (2) ইয়ারবাডের দাম এবং লভ্যতা সম্পর্কে কি কি জানা গেল দেখে নেওয়া যাক।

Nothing Ear (2) ইয়ারবাডের দাম এবং লভ্যতা ( সম্ভাব্য)

জনপ্রিয় লিকস্টার স্নুপিটেক দাবি করেছে, নবাগত নাথিং ইয়ার (২) ইয়ারফোনটির দাম ধার্য করা হবে ১৫৯ ইউরোর (প্রায় ১৩,৮৫৪ টাকা) আশেপাশে। যদিও এই দাম ইউরোপীয় দেশগুলির জন্য প্রযোজ্য। তবে বিশ্বের অন্যান্য বাজারে এর দামের হেরফের হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, নার্থিং ইয়ার (১) ইয়ারফোনটি ৯৯ ডলার (প্রায় ৮,২০২ টাকা) মূল্যে বাজারে এসেছিল। পরে এর দাম বাড়িয়ে ১৪৯ ডলার (প্রায় ১২,৩৪৫ টাকা) করা হয়।

আগেই বলেছি নাথিং ইয়ার (২) ইয়ারফোন আগামী ২২ মার্চ আত্মপ্রকাশ করতে চলেছে। টিপস্টার জানিয়েছেন, এই ইয়ারবাডটি লঞ্চের ছ’দিন পর থেকে কেনার জন্য উপলব্ধ হবে, অর্থাৎ আগামী ২৮ মার্চ থেকে আগ্রহী ক্রেতারা ইয়ারফোনটি কিনতে পারবেন। আশা করা হচ্ছে, নতুন ইয়ারফোনটি ইউএস, ইউরোপ এবং ভারতীয় বাজারে কিনতে পাওয়া যাবে।

যাইহোক এখানে জানিয়ে রাখি, সম্প্রতি সংস্থাটি নিশ্চিত করেছে নাথিং ইয়ার (২) ইয়ারফোনে এলএইচডিসি ৫.০ অডিও কোডেক সাপোর্ট করবে এবং জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হবে IP54 রেটিং।

আবার ফাঁস হওয়া রেন্ডার থেকে জানা গেছে, হেয়ারেবলটি তার পূর্বসূরীর মতোই ডিজাইন সহ আসছে অর্থাৎ এতে থাকবে স্টেম লাইক ডিজাইন এবং সেমি ট্রান্সপারেন্ট লুক।

শুধু তাই নয়, আপকামিং Nothing Ear (2) ইয়ারবাড, এর পূর্বসূরী ইয়ার (১) ইয়ারফোনের মত বেশ কিছু আকর্ষণীয় ফিচার ধরে রাখবে। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাক্টিভ নয়েজ ক্যানসলেশন, ট্রান্সপারেন্সি মোড ইত্যাদি। উপরন্তু এতে থাকবে উন্নতমানের ইকুইলাইজার এবং কাস্টমাইজেবল সেটিং। যার ফলে ব্যবহারকারী তাদের পছন্দমত টিউন সেট করে মনোরম অডিও এক্সপেরিয়েন্স লাভ করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥