iOS 17 Update: সস্তা iPhone 8, iPhone 8 Plus, ও iPhone X ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, জানুন কেন

অ্যাপলের আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর মতো লেটেস্ট আইফোন মডেলগুলি, নতুন আইওএস ১৭ আপডেটটি পেতে চলেছে

অ্যাপল (Apple)-এর পরবর্তী প্রজন্মের iOS 17 সফ্টওয়্যার ভার্সনটি চলতি বছরে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স ২০২৩ (WWDC 2023)-এ উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন সংস্থাটি নিশ্চিত করেছে যে, তাদের বার্ষিক ডেভেলপার ইভেন্টটি আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। কোম্পানিটি আইফোন (iPhone), আইপ্যাড (iPad), ম্যাক (Mac) এবং অন্যান্য প্রোডাক্টগুলির জন্য পরবর্তী সফ্টওয়্যার সংস্করণটি ঘোষণা করবে বলেও আশা করা হচ্ছে, যা আগামী সেপ্টেম্বরে iPhone 15-এর লঞ্চ ইভেন্টের পরে যোগ্য ডিভাইসগুলির জন্য রোল আউট করা হতে পারে। এছাড়াও এখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 8 সিরিজের কিছু মডেল এবং iPhone X ফোনটি iOS 17 আপডেট নাও পেতে পারে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

কিছু পুরানো আইফোন মডেল আসন্ন iOS 17 আপডেট নাও পেতে পারে

অ্যাপলের আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর মতো লেটেস্ট আইফোন মডেলগুলি, নতুন আইওএস ১৭ আপডেটটি পেতে চলেছে। কিছু পুরানো মডেলও এই আপডেটের জন্য যোগ্য হতে পারে। তবে ম্যাকরিউমার্স-এর রিপোর্টে বলা হয়েছে, আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং আইফোন এক্স মডেলগুলির সফ্টওয়্যার আপডেট সার্কেল শেষলগ্নে এসে পড়েছে। এই রিপোর্টে বলা হয়েছে যে, অ্যাপলের আসন্ন আইওএস ১৭ আপডেট ২০১৭ সালে লঞ্চ হওয়া এই তিনটি আইফোন মডেলে নাও আসতে পারে।

জানিয়ে রাখি, iPhone 8 , iPhone 8 Plus এবং iPhone X লেটেস্ট আইওএস ১৬.৪ আপডেট পেয়েছে, যার মধ্যে বেশ কিছু নতুন ফিচার রয়েছে। উল্লেখ্য, iPhone 8 এবং iPhone 8 Plus মডেলগুলি আইওএস ১১ সফ্টওয়্যার ভার্সনের সাথে লঞ্চ হয়েছিল। অন্যদিকে, iPhone X আইওএস ১১.১-এর সাথে এসেছিল। তিনটি আইফোন মডেল ইতিমধ্যেই পাঁচটি বড় আইওএস আপডেট পেয়েছে, যা নির্দেশ করে যে এগুলি চলতি বছরের শেষের দিকে আসন্ন সফ্টওয়্যার আপডেটটি নাও পেতে পারে। আর, এই দাবি সত্য হলে, iPhone X হবে এমন একটি মডেল, যা নচ ডিসপ্লে চালু হওয়ার পর এই প্রথম নতুন সফ্টওয়্যার আপডেট পাবে না। এই হ্যান্ডসেটটি ২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচনের পর ২০১৭ সালে আইফোন লাইনআপের দশম বার্ষিকীতে লঞ্চ হয়েছিল।

উল্লেখ্য, Apple আনুষ্ঠানিকভাবে নতুন iOS 17 আপডেটের জন্য যোগ্য আইফোন মডেলের তালিকা নিয়ে এখনও কিছু জানায়নি। তবে, ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স ২০২৩-এ iOS 17 ঘোষণা করা হলে কম্প্যাটিবল ডিভাইসের তালিকাটি প্রকাশ করা হতে পারে। এছাড়াও রিপোর্টে আরও জানানো হয়েছে যে, ৯.৭ ইঞ্চির iPad Pro, ১২.৯ ইঞ্চির iPad Pro এবং পঞ্চম-প্রজন্মের iPad আসন্ন iPadOS 17 আপডেটের জন্য যোগ্য হবে না।