দাম শুরু মাত্র ৭,৩০০ টাকা থেকে, Redmi, Realme, Samsung-এর সেরা পাঁচটি স্মার্টফোন দেখে নিন

ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে, টেক সংস্থাগুলি বর্তমানে ধারাবাহিক ভাবে বাজেট সেগমেন্টের অধীনে একাধিক স্মার্টফোন লঞ্চ করছে। ফলে একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাজেটের স্বল্পতা এখন আর বাধাঁ স্বরূপ নয়। কিন্তু, ভারতীয় বাজারে কম দামি স্মার্টফোনের সম্ভার এতটাই সমৃদ্ধ যে, কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনলে তা বেশি টেকসই ও ফিচারের দিক থেকে অধিক অ্যাডভান্স হবে, তা বেশিরভাগ ক্রেতাই বুঝে উঠতে পারেন না। তাই আপনাদের এই মুশকিল আসান করতে আজ আমরা ৫টি সেরা বাজেট স্মার্টফোনের তালিকা নিয়ে চলে এসেছি, যার মধ্যে, Samsung, Redmi, Realme, Tecno এবং Vivo এর মতো নামজাদা সংস্থার হ্যান্ডসেট সামিল আছে। এগুলির দাম শুরু হচ্ছে মাত্র ৭,৩০০ টাকা থেকে এবং ১৫,০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। প্রতিবেদনে দেওয়া প্রত্যেকটি স্মার্টফোনে ফুল এইচডি বা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৪ জিবি পর্যন্ত র‌্যাম, ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ এবং উন্নত ক্যামেরা ফ্রন্ট পাওয়া যাবে। আবার কিছু ফোন বিশেষ ভাবে গেমিংয়ের জন্য ডেভলপ করা হয়েছে, ফলে পারফরম্যান্সের দিক থেকে এগুলি হবে অতুলনীয়। আসুন তাহলে উল্লিখিত ৫টি ব্র্যান্ডের সেরা কয়েকটি স্মার্টফোনের দাম ও ফিচার প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

১৫,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

Realme narzo 30: ১৩,৪৯৯ টাকা (১০% ডিসকাউন্ট)

উল্লেখিত এই দাম রিয়েলমি নারজো ৩০ ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফোনটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২৪০০ পিক্সেল) ডিসপ্লে সহ এসেছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই। ফাস্ট পারফরম্যান্সের সরবরাহ করতে এতে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা (৪৮+২+২ মেগাপিক্সেল) সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Samsung Galaxy M32: ১৪,৯৯৯ টাকা (১২% ডিসকাউন্ট)

এই দামে আপনারা ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে কিনতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি এম৩২ স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ-কাট ডিসপ্লে। এটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসরের সাথে এসেছে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ানইউআই ৩.১ কাস্টম স্কিনে রান করবে। ফটোগ্রাফির জন্য ফোনে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। একই ভাবে, সেলফি তোলার জন্য থাকছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। উক্ত ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ।

Redmi 9 Prime: ১০,৪৯৯ টাকা (১২% ডিসকাউন্ট)

রেডমি ৯ প্রাইম স্মার্টফোনকে আপনারা মাত্র ১০,৪৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন। এই দাম ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের। ফিচার হিসাবে এতে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৩৪০ পিক্সেল) ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। থাকছে মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর। উক্ত ফোনের পেছনে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সমেত একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। রেডমি ৯ প্রাইম, ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং ৩১ ঘন্টা কলিং অফার করবে। প্রসঙ্গত, স্প্ল্যাশপ্রুফ ডিজাইনের সাথে আসা এই হ্যান্ডসেটটি অ্যাক্সিডেন্টাল ড্রপ থেকে সুরক্ষিত।

Tecno Spark Go 2021: ৭,২৯৯ টাকা (১৯% ডিসকাউন্ট)

টেকনো স্পার্ক গো ২০২১ ফোনের ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম দেওয়া হল এখানে। এই স্মার্টফোনে, একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০:৯, ব্রাইটনেস ৪৮০ নিট পিক এবং পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। আবার, ফোনের রিয়ার প্যানেলে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডুয়েল ক্যামেরা সেটআপ লক্ষণীয়। এই ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই লেন্স আছে। ফোনটি মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর সহ এসেছে। আর, অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন পাওয়া যাবে। এই ফোনে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা ৩৬ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে, বলে সংস্থার দাবি।

Vivo Y1s: ৯,৪৯০ টাকা (২১% ডিসকাউন্ট)

এটি ভিভো ওয়াই১এস স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। আকর্ষণীয় লুক ও স্লিম ডিজাইনের সাথে আসা এই স্মার্টফোনে, ৬.২২ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৫২০ পিক্সেল) ফলভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। ৮৮.৬% স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থিত এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ, যার কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর, ফটোগ্রাফির জন্য ওয়াই-সিরিজের এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১০.৫ কাস্টম স্কিনে চলবে। আর প্রসেসর হিসাবে এতে পাওয়া যাবে মিডিয়াটেক MT6765, যাকে হেলিও পি৩৫ নামে আমরা জানি। এই ফোনে ৪,০৩০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।