New Year Incentive: বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য কর্মীদের ৩ লক্ষ টাকা ইনসেন্টিভ দিচ্ছে এই সংস্থা

এবার ইলেকট্রিক গাড়ি কেনার জন্য কর্মীদের উৎসাহ ভাতা দেওয়ার কথা ঘোষণা করল দেশের অন্যতম প্রথম সারির বেসরকারি সংস্থা JSW Group। কোনো কর্পোরেট সংস্থার এই ধরনের পদক্ষেপ সত্যিই বিরল। যদিও চলতি বছর দীপাবলি উপলক্ষ্যে দেশীয় এক সংস্থা নিজের কর্মীদের ইলেকট্রিক স্কুটার উপহার দিয়েছিল। পরিবেশ দূষণের মাত্রা কমাতে সরকারের ডাকে সাড়া দিয়েই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সেজন্য সংস্থার কর্মীদের মোট ৩ লক্ষ টাকা অফার করেছে JSW Group।

এই আর্থিক উৎসাহের সুবিধা সমগ্র দেশে সংস্থাটির সকল কর্মীরাই পাবেন বলে ঘোষণা করা হয়েছে। ২০২২-এর জানুয়ারি থেকেই এই সুবিধা পাবেন সংস্থার কর্মীগণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতের সবুজায়নের জন্যই সংস্থার তরফে কর্মীদের এই আর্থিক সুবিধা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই আর্থিক সুবিধার আওতায় কোনো কর্মী দুই এবং চার যে কোনো বিকল্পের গাড়িই কিনতে পারবেন। শুধুমাত্র তাই নয়, এমনকি কর্মীদের জেএসডব্লিউ (JSW)-র সমস্ত অফিসের ডেডিকেটেড চার্জিং স্টেশন এবং পার্কিং স্লটগুলি থেকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। আসলে কর্মীরা যাতে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি অধিক আগ্রহী হন, সেজন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছে জেএসডব্লিউ (JSW)।

জেএসডব্লিউ (JSW) গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল (Sajjan Jindal) বলেছেন, “আমাদের প্রধানমন্ত্রী গ্লাসগো সিওপি২৬-এ ঘোষণা করেছিলেন যে, ভারত ২০৭০-এর মধ্যে কার্বন নির্গমনের মাত্রা শূন্যে নামিয়ে আনবে। তাই জেএসডব্লিউ (JSW) গ্রুপ এহেন বিরল ও নতুন ইভি পলিসি নিয়ে এসেছে, যাতে ভারতে সবুজায়নের গতি ত্বরান্বিত করা যায়।”

অন্যদিকে সংস্থার সভাপতি এবং সিএইচআরও দিলীপ পট্টনায়েক (Dilip Pattanayak) বলেছেন, “প্রচলিত আইসি ইঞ্জিনের যানবাহনের তুলনায় বৈদ্যুতিক গাড়ি অনেক বেশি কার্যকরী। JSW EV পলিসি যা ২০২২-এর জানুয়ারি থেকেই একটি নতুন দিশা দেখাতে চলেছে। ইলেকট্রিক গাড়ি কেবলমাত্র পরিবেশবান্ধব নয়, সেগুলি সাশ্রয়ী।”