Electric Bike: এক চার্জে 125 কিমি মাইলেজ, Pulsar-র মতো দেখতে এই ই-বাইক মাত্র 999 টাকায় বুক করুন

বুকিং করার পর গাড়ি ডেলিভারির খবর পাওয়া গেলে স্বভাবতই মনে আনন্দের উদ্রেক হয়। এবারে ক্রেতাদের তেমনি খুশির খবর শোনালো মুম্বাইয়ের বৈদ্যুতিক টু-হুইলার স্টার্টআপ ওডিসি ইলেকট্রিক ভেহিকেলস (Odysse Electric Vehicles)। এ বছর আগস্টের শেষার্ধ থেকে সংস্থাটি তাদের ইলেকট্রিক বাইক Vader-এর ডেলিভারি আরম্ভ করবে। এটি মার্চে লঞ্চ হয়েছিল। এদেশে বাইকটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Tork Kratos R, Hop Oxo, Revolt RV400 ইত্যাদি। Odysse Vader-এর নতুন দাম ১.৩ লাখ টাকা থেকে শুরু (এক্স-শোরুম)।

Odysse Vader-এর ডেলিভারি আগস্ট থেকে শুরু হচ্ছে

ওডিসি ভেডার বুক করার জন্য লাগছে ৯৯৯ টাকা। এটি ভারতের প্রথম ইলেকট্রিক বাইক, যাতে গুগল ম্যাপ (Google Map) নেভিগেশন ইন বিল্ট রয়েছে। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এতে উপস্থিত ৭ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডিসপ্লে চালনা করা যাবে। শক্তির উৎস হিসাবে এতে দেওয়া হয়েছে একটি ৩.৭ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। ফুল চার্জে এটি ১২৫ কিলোমিটার রেঞ্জ প্রদানে সক্ষম।

Odysse Vader-এর ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে চার ঘন্টা সময় নেবে। এর ৩ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর থেকে ৬ বিএইচপি এবং ১৭০ এনএম টর্ক পাওয়া যাবে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৮৫ কিলোমিটার। ব্যাটারিটি AIS 156-এর অনুমোদন প্রাপ্ত। এতে তিন বছরের ওয়ারেন্টি অফার করা হয়েছে।

বর্তমানে ওডিসি ইভি-এর কারখানায় সিঙ্গেল শিফ্টে প্রতি মাসে ২,৫০০ ইউনিট টু-হুইলার উৎপাদনের ক্ষমতা রয়েছে। যা ভবিষ্যতে ৫,০০০ ইউনিট পর্যন্ত বাড়ানো হবে। আবার একটি নতুন প্রোডাকশন ফেসিলিটি গড়ে তোলার প্রক্রিয়ায় ব্রতী হয়েছে সংস্থা ওডিসি। এটি বাস্তবায়িত হলে উৎপাদনের সক্ষমতা প্রতি মাসে ১০,০০০ ইউনিট পর্যন্ত করা যাবে।

নতুন কারখানাটি গুজরাত অথবা মহারাষ্ট্রে তৈরি করার লক্ষ্যে এগোচ্ছে ওডিসি। এই প্রসঙ্গে সংস্থার সিইও নেমিন ভোরা বলেন, তাদের Vader বাইকটি আমেদাবাদ এবং মুম্বাইয়ের কারখানায় নির্মিত হবে। আগস্টের শেষার্ধ থেকে এটির ডেলিভারি শুরু হবে। তিনি যোগ করেন, “পুরনো মডেলগুলির পরিবর্তে আমরা নতুন উচ্চগতির ইলেকট্রিক স্কুটার আনতে চলেছি।”