Bajaj-এর পাওয়ারফুল বাইক Dominar 250 এখন আরও সস্তা, এক ধাক্কায় দাম কমলো অনেকটাই

বর্তমান সময়ে বেশিরভাগ সংস্থাই গাড়ি-মোটরসাইকেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত শিলমোহর দিচ্ছে। কিন্তু, এবার উল্টো পথে হাঁটল বাজাজ অটো (Bajaj Auto)। একটি ২৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির মোটরবাইকের দাম তারা কমালো। সংস্থাটি জানিয়েছে, তারা Dominar 250-এর দাম হ্রাস করেছে।

Bajaj Dominar 250 এর দাম কমলো

বেবি ডমিনার নামেও পরিচিত বাজাজ ডমিনার ২৫০ আগে ১,৭০, ৯৭৬ টাকায় পাওয়া যেত। তবে এখন সংশোধনী এনে বাজাজ বাইকটির দাম ১,৫৪, ১৭৬ টাকা ধার্য করেছে। অর্থাৎ বাজাজ ডমিনার ২৫০ এর এক্স-শোরুম দামে ১৬,৮০০ টাকা কাটছাঁট করা হয়েছে।

ডমিনার ২৫০ এর আরও পাওয়ারফুল ভার্সন হিসেবে ডমিনার ৪০০ বাজারে উপলব্ধ। ফলে ডমিনার ৪০০ এর জনপ্রিয়তা অনেকটাই বেশি। যার প্রভাবে বিক্রি আশাব্যঞ্জক না হওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা অনুমান করছি। দাম কম হলে ক্রেতারা অবশ্যই ডমিনার ২৫০ এর প্রতি আগ্রহ দেখাবেন বলে আশা করা যায়।

Bajaj Dominar 400 এর দাম বাড়লো

ডমিনার ২৫০ সস্তা হলেও ডমিনার ৪০০ এখন আরও দামি। বাজাজের ফ্ল্যাগশিপ বাইক ডমিনার ৪০০ আগের ২,০৩,০১৭ টাকার পরিবর্তে এখন ২,১১,৫৭২ টাকায় পাওয়া যাবে৷ দাম বেড়েছে ৮,৫৫৫ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন