Bajaj Pulsar সিরিজের চার নতুন বাইক লঞ্চ হল মার্কেটে, দাম 93,000 টাকা থেকে শুরু

সময়ের সাথে তাল মিলিয়ে তাদের মোটরসাইকেলে আপডেট করার কর্মযজ্ঞে ব্রতী হয়েছে বাজাজ অটো (Bajaj Auto)। ২০২৪ শুরু হওয়ার পর থেকেই Pulsar রেঞ্জে একের পর এক মডেল নয়া সংস্করণে লঞ্চ করে চলেছে তারা। এবার 2024 Bajaj Pulsar N160 লঞ্চ হল অফিসিয়ালি। বাইকটির দাম ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। পাশাপাশি Pulsar 125, Pulsar 150 ও Pulsar 220F নতুন ফিচার্সের সঙ্গে বাজার আনার ঘোষণা এসেছে। নতুন মডেলগুলি ইতিমধ্যেই শোরুমে উপলব্ধ।

2024 Bajaj Pulsar N160

2024 Bajaj Pulsar N160-এ দেওয়া হয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং টার্ন বাই টার্ন নেভিগেশন সহ ব্লুটুথ কানেক্টিভিটি। এছাড়া রয়েছে শ্যাম্পেন গোল্ড ফিনিশ যুক্ত নতুন ৩৩ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক, তিনটি এবিএস মোড – রেইন, রোড এবং অফ রোড। এই এবিএস মোড ব্রেকিংয়ে পারফর্ম্যান্স নিয়ন্ত্রণের মাধ্যমে বিভিন্ন প্রকার রাস্তায় সাবলীলভাবে এগিয়ে চলার ক্ষমতা দেয়।

নতুন Bajaj Pulsar N160-এর ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এটি একটি ১৬৪.৮২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড পাওয়ারট্রেনে ছুটবে। এটি থেকে ৮,৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৫.৬ বিএইচপি শক্তি পাওয়া যাবে। ব্রেকিংয়ের জন্য রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেক।

2024 Bajaj Pulsar 125, Pulsar 150 ও Pulsar 220F

Bajaj Pulsar 125, 150 ও 220F মডেলেও দেওয়া হয়েছে আপডেট। Pulsar 125 কার্বন ফাইবার ফিনিশ সহ সিঙ্গেল এবং স্প্লিট সিট ভ্যারিয়েন্ট পেয়েছে। এছাড়া, উপরিউক্ত তিনটি মোটরসাইকেল এখন নতুন ফুল ডিজিটাল ব্লুটুথ চালিত কনসোল, ইউএসবি চার্জিং এবং নয়া বডি গ্রাফিক্স সহ কেনা যাবে।

2024 Bajaj Pulsar 125-এর সিঙ্গেল সিট ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯২,৮৮৩ টাকা। যেখানে Bajaj Pulsar 150 সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের মূল্য ১.১৪ লক্ষ টাকা। সবশেষে 2024 Pulsar 220F কিনতে খরচ পড়বে ১.৪১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।