Tata-র CNG গাড়ি ব্যাপক সস্তায়, জানুয়ারিতে 30,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা

প্রধানত পেট্রল এবং ইলেকট্রিক গাড়ির জন্য পরিচিত হলেও, ভারতে সিএনজি (CNG) ভেহিকেলও বিক্রি করে থাকে টাটা মোটরস (Tata Motors)। মারুতির পরেই সবচেয়ে বেশি এই ধরনের মডেল তাদের ঝুলিতে। টাটার সিএনজি গাড়িতে এবার আকর্ষণীয় ডিসকাউন্টের খবর সামনে এল। সংস্থার কিছু ডিলার নগদে ছাড় এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট অফার করছে।

Tata Motors-এর CNG গাড়িতে ছাড়

Tata Tiago CNG সরাসরি ২০,০০০ টাকা পর্যন্ত নগদে ছাড় পাবেন গ্রাহকরা। এর পাশাপাশি নিজের পুরনো গাড়ি পরিবর্তন করে টাটা টিয়াগো সিএনজি কেনার ক্ষেত্রে অতিরিক্ত ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস মিলবে নির্বাচিত ডিলারশিপে। অন্যদিকে, Tigor CNG এই মাসে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের সঙ্গে উপলব্ধ হবে।

উল্লেখ্য, Punch CNG এবং Altroz CNG মডেল দু’টি এই অফারের বাইরেই রাখা হয়েছে। আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত টাটার নির্বাচিত ডিলারশিপে উক্ত সুযোগ-সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। আর সংংস্থার সমস্ত শোরুমে এই অফার নাও পাওয়া যেতে পারে। তাই বিস্তারিত জানতে নিকটবর্তী ডিলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেবো আমরা।

প্রসঙ্গত, Tiago CNG এবং Tigor CNG একই ১.২ লিটারের থ্রি সিলিন্ডার সাধারণ পেট্রোল ইঞ্জিনে দৌড়য়। এই ইঞ্জিন সর্বোচ্চ ৮৫ বিএইচপি শক্তি এবং সর্বাধিক ১১৩ এনএম টর্ক তৈরি করতে পারে। তবে সিএনজি মোডে ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট কমে হয় যথাক্রমে ৭২ বিএইচপি এবং ৯৫ এনএম।