Samsung ভারতে আনছে 200MP ক্যামেরার স্মার্টফোন, BIS-এর থেকে পেয়ে গেল ছাড়পত্র

অ্যান্ড্রয়েড স্মার্টফোনপ্রেমীরা স্যামসাংয়ের আসন্ন Galaxy S-সিরিজের টপ এন্ড মডেল, Samsung Galaxy S24 Ultra-এর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই উচ্চ প্রত্যাশিত ফ্ল্যাগশিপটিতে iPhone 15 Pro মডেলগুলির মতো একটি টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে এবং ফোনটি পূর্বসূরির তুলনায় বেশ কয়েকটি ক্যামেরা আপগ্রেডও অফার করবে বলে শোনা যাচ্ছে। Samsung Galaxy S24 Ultra সম্প্রতি গ্যালাক্সির জন্য আলাদাভাবে ডেভেলপ করা Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল।

ডিভাইসটি এখন বিআইএস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে Samsung Galaxy S24 Ultra শীঘ্রই ভারতে লঞ্চ হবে। প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড Samsung Galaxy S24, Samsung Galaxy S24+ এবং Samsung Galaxy S24 Ultra সমন্বিত Galaxy S24 লাইনআপটি আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আসুন এখনও পর্যন্ত আপকামিং Galaxy S24 Ultra সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S24 Ultra পেল BIS-এর অনুমোদন

SM-S928B/DS মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে। অর্থাৎ, স্যামসাং গ্লোবাল লঞ্চের পাশাপাশি ভারতে এই ডিভাইসটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এ গ্যালাক্সির জন্য তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, যা রেগুলার স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের ওভারক্লকড ভ্যারিয়েন্ট। ডিভাইসটিকে আগে গিকবেঞ্চ (Geekbench) প্ল্যাটফর্মে দেখা গিয়েছে এবং এটি কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপ সমন্বিত অন্যান্য অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের সমতুল্য স্কোর অর্জন করেছে।

আগের রিপোর্ট অনুযায়ী, স্যামসাং কোনও এক্সিনস ভ্যারিয়েন্ট ছাড়াই শুধুমাত্র কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর সাথে গ্যালাক্সি এস২৪ আল্ট্রা অফার করবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানি গ্যালাক্সি এস২৪ এবং গ্যালাক্সি এস২৪ প্লাস-এর সাথে এক্সিনস ২৪০০ চিপসেট সংস্করণ অফার করবে।

শোনা যাচ্ছে যে, স্যামসাং টাইটানিয়াম ফ্রেমের সাথে Galaxy S24 Ultra লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদি এটি সত্য হয়, তাহলে স্যামসাং ফ্ল্যাগশিপ টাইটানিয়াম সহ প্রথম ব্যাপকভাবে উপলব্ধ অ্যান্ড্রয়েড ডিভাইস হয়ে উঠতে পারে, কারণ Xiaomi 14 Pro-এর টাইটানিয়াম এডিশনটি এখনও চীনের মার্কেটে সীমাবদ্ধ।

নির্মাণের উপাদান ছাড়া, Samsung Galaxy S24 Ultra-এর সামগ্রিক ডিজাইন তার পূর্বসূরির মতোই হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি গত প্রজন্মের Galaxy S23 Ultra-এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ বজায় রেখে সামান্য আপগ্রেড সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। বেস Samsung Galaxy S24 মডেল এবং Galaxy S24 Ultra-এর ফাঁস হওয়া রেন্ডারগুলিও ইঙ্গিত দিয়েছে যে, কোম্পানি তাদের আসন্ন ফ্ল্যাগশিপের ডিজাইনে কোনও বড় পরিবর্তন আনছে না।

Samsung Galaxy S24 সিরিজ ভারতে প্রত্যাশিত লঞ্চের তারিখ

কোরিয়ান প্রকাশনা দ্য ইলেক-এর রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S24 আগামী ১৭ জানুয়ারি লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে, স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে Galaxy S24 সিরিজের লঞ্চের তারিখটি প্রকাশ করেনি। স্যামসাংয়ের পূর্ববর্তী লঞ্চের টাইমলাইন অনুযায়ী, Galaxy S24 সিরিজটি এর গ্লোবাল লঞ্চের সাথে সাথেই ভারতের বাজারে পা রাখবে বলে আশা করা যায়।

Samsung Galaxy S24 Ultra-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Samsung Galaxy S24 Ultra-এ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি আলাদাভাবে গ্যালাক্সির জন্য তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি স্টোরেজ মিলবে। Galaxy S24 সিরিজের হ্যান্ডসেটগুলি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৬ (OneUI 6) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy S24 Ultra-এর রিয়ার প্যানেলে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স, ৩x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত কোয়াড ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর ফোনের সামনের সেলফির জন্য একটি ১২ মেগাপিক্সেলের সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy S24 Ultra ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, এতে মিলবে আইপি৬৮ (IP68) রেটিং, টাইটানিয়াম ফ্রেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।