JioGlass: এবার Reliance আনল জাদু চশমা, টিভি ছাড়াই বিনোদন পাবেন, জেনে নিন কীভাবে

গতপরশু অর্থাৎ ২৭শে অক্টোবর থেকে নয়াদিল্লিতে এই বছরের ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস তথা IMC 2023 ইভেন্ট চলছে, যার আজ শেষদিন। ইতিমধ্যেই এই প্রযুক্তি সংক্রান্ত ইভেন্টে একাধিক নতুন প্রোডাক্টের ওপর থেকে পর্দা সরেছে। তবে IMC 2023-তে আলাদা করে নজর কাড়ছে Reliance Jio! সম্প্রতি এই ইভেন্টে দেশের জনপ্রিয় প্রাইভেট কোম্পানিটি JioGlass নামক একটি অনন্য-উদ্ভাবনী গ্লাস বা চশমা লঞ্চ করেছে। আশ্চর্যের বিষয় হল যে, এই চশমা শুধু চোখের সুরক্ষা বা স্টাইলের কাজে আসবে তা নয়, বরঞ্চ এটি স্মার্টফোনের সাথে কানেক্ট করে ১০০ ইঞ্চি ভার্চুয়াল স্ক্রিনে কন্টেন্ট রূপান্তর করা ও দেখার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ JioGlass ব্যবহার করলে কেবলমাত্র চশমার সাহায্যে সহজেই টিভির মতো বিনোদন পাওয়া যাবে। তাই আগামীদিনে এটি স্মার্ট টিভিকে রিপ্লেস করতে পারে বলে অনুমান করা যায়। আপাতত নতুন (পড়ুন স্পেশাল) চশমার দাম সম্পর্কে কোনো তথ্য দেয়নি Jio, তবে এর মূল স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে।

JioGlass কী?

প্রকৃতপক্ষে জিওগ্লাস হল ২০১৯ সালে রিলায়েন্সের টেকওভার করা স্টার্টআপ টেসের‍্যাক্ট (Tesseract)-এর একটি প্রোডাক্ট। এই টেসের‍্যাক্ট আবার ক্যামেরা, হেডসেট এবং স্মার্ট গ্লাসের মতো বিভিন্ন প্রোডাক্টে অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তি ব্যবহার ও বিকাশের জন্য বিশেষজ্ঞ। এক্ষেত্রে জিওগ্লাস, টেসের‍্যাক্ট তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হিসেবে এসেছে, এটি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ ভিশনকে সমর্থন করার জন্য সম্পূর্ণরূপে ভারতে তৈরি হয়েছে।

কীভাবে কাজ করবে JioGlass?

নতুন জিওগ্লাস বেশ ভবিষ্যতমূলক প্রোডাক্ট এবং এতে দুটি লেন্সসহ মসৃণ ধাতব ধূসর ফ্রেম রয়েছে। এর ওজন মাত্র ৬৯ গ্রাম। এই বিশেষ চশমায় প্রতিটি চোখের জন্য একটি ১০৮০পি (1080p) ডিসপ্লে দেওয়া হয়েছে যা ১০০ ইঞ্চি ভার্চুয়াল স্ক্রিনে পরিণত হবে। অন্যদিকে এর কানে থাকা চশমার দুটি হাতলের পাশে দুটি স্পিকার রয়েছে, ফলত ইউজাররা এতে বাস্তবসম্মত অডিও এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়া এই জিওগ্লাসের লেন্স একটি রিমুভেবল ফ্ল্যাপের সাথে আসে, যা সংযুক্ত করে বা সরিয়ে AR এবং VR মোডের মধ্যে স্যুইচ করা যাবে। এক্ষেত্রে যখন ফ্ল্যাপটি চালু থাকে, তখন চশমাটি বাইরের জগতের দৃশ্য ব্লক করে ইউজার যে কন্টেন্ট দেখছেন তা হাইলাইট করবে। আবার যখন ফ্ল্যাপটি বন্ধ থাকবে, সেইসময় চশমাটি চারপাশের বিশ্ব দেখতে দেবে। তবে যাবতীয় সুবিধা পেতে এটিকে টাইপ-সি তারের মাধ্যমে স্মার্টফোনের সাথে করতে হবে। এটিকে ভার্চুয়াল কন্ট্রোলার হিসাবেও ব্যবহার করা যেতে পারে।

উল্লেখ্য, শুধু স্মার্টফোন নয়, নতুন জিওগ্লাসটিকে গেমিং কনসোল এবং পিসির সাথে কানেক্ট করা যাবে। ফলত এর মাধ্যমে নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) এবং ডিজনি+হটস্টার (Disney+Hotstar)-এর মতো প্ল্যাটফর্মের সিনেমা, শো ইত্যাদি স্ট্রিম করতে পারবেন আরামসেই। তবে এই মুহূর্তে এটি কেনা যাবেনা, বছরের শেষ দিকে এই গ্লাস বাজারে আসতে পারে।