মাত্র 199 টাকায় সারামাস অফুরন্ত ডেটা-কলের জোগান! Jio নাকি Airtel, কে দিচ্ছে বেশি সুবিধা?

এই মূল্যবৃদ্ধির জমানায় দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই একটু সাশ্রয়ের উপায় খোঁজেন। বিশেষ করে মোবাইল রিচার্জের ক্ষেত্রে শত শত টাকা খরচ করার বাসনা বা পরিস্থিতি সবার থাকেনা, আর এখনও অধিকাংশ কাস্টমার রিচার্জের জন্য মাসিক প্ল্যানগুলির ওপর নির্ভর করেন। ফলত দেশীয় বাজারে কম দামের প্রিপেইড প্ল্যানগুলি সর্বদাই চাহিদা থাকে৷ সেক্ষেত্রে আপনিও যদি এই মুহূর্তে কোনো সস্তা রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনারই জন্য! এখানে আমরা এমন দুটি প্ল্যান সম্পর্কে বলব যেগুলি ২০০ টাকার কম খরচে অর্থাৎ সাশ্রয়ী মূল্যে কাজে লাগাতে পারবেন, তা সে আপনি Reliance Jio অথবা Airtel – যারই সিম ব্যবহার করুন না কেন।

১৯৯ টাকায় মন ভরানো বেনিফিট দিচ্ছে Jio, Airtel

  • Jio-র ১৯৯ টাকার প্ল্যান: এতটুকু পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে, আজ আমরা যে প্ল্যানের কথা বলছি তার দাম মাত্র ১৯৯ টাকা। জিওর ক্ষেত্রে এই রিচার্জ প্ল্যানটি ২৩ দিনের বৈধতার সাথে আসে। এতে রোজ ১.৫ জিবি হাই-স্পিড ডেটা, যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যায়। সাথে থাকে Jio TV, Jio Cinema ইত্যাদি অ্যাপের কম্প্লিমেন্টরি অ্যাক্সেসও।
  • Airtel-এর ১৯৯ টাকার প্ল্যান: এয়ারটেল এই একই দামে ৩০ দিন মানে একমাসের ভ্যালিডিটি দেয়। তবে এতে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সাথে মোট ৩ জিবি হাই স্পিড ডেটা এবং ৩০০টি এসএমএস মেলে। এছাড়াও প্ল্যানটিতে ইউজারদের বিনামূল্যে Hellotune এবং Wynk Music-এর অ্যাক্সেস দেওয়া হয়।

অতএব কম টাকায় যাবতীয় মোবাইল বেনিফিট পেতে চাইলে উল্লিখিত দুটি প্ল্যান যে বেশ কার্যকরী তাতে সন্দেহ নেই। তবে তুলনামূলক বিচারে জিওর প্ল্যানটি বেশি ফায়দামন্দ্, কেননা এয়ারটেল স্বল্প বেশি ভ্যালিডিটি দিলেও জিওতে আপনি কয়েকগুণ বেশি মোবাইল ডেটা এবং এসএমএস ব্যবহার করতে পারবেন।