Poco M4 Pro 5G আজ ১০০০ টাকা ছাড়ে কেনার সুযোগ, রয়েছে মাসিক কিস্তির সুবিধা

Poco M4 Pro 5G কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল। আজ প্রথমবার ফোনটি এদেশে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর বারোটায় ই-কমার্স সাইট Flipkart থেকে Poco M4 Pro 5G কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এই ফোনের সাথে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফিচারের কথা বললে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Poco M4 Pro 5G এর দাম ও সেল অফার

ভারতে পোকো এম৪ প্রো ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা ও ১৮,৯৯৯ টাকা। ফোনটি কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক ও ইয়েলো কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

সেল অফার হিসেবে এসবিআই (SBI)- এর ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ১,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আবার ফোনটি ইএমআই অপশনে কেনা যাবে।

Poco M4 Pro 5G 5G স্পেসিফিকেশন

পোকো এম৪ প্রো ৫জি ফোনে দেখা যাবে ৯০ হার্টজ ডায়নেমিক রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। পোকো এম৪ প্রো ৫জি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ উপস্থিত। আবার এতে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র‌্যামের সাপোর্টও আছে।

ক্যামেরার কথা বললে, Poco M4 Pro 5G ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের (ওয়াইড) প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

সফটওয়্যারের কথা বললে, ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12) কাস্টম স্কিনে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco M4 Pro 5G ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।