ভারতীয় সংস্থার হাত ধরে একসাথে চারটি দুর্ধর্ষ বাইক লঞ্চ করল ইতালির জনপ্রিয় ব্র্যান্ড Moto Morini

ভারতবর্ষের একমাত্র মাল্টিব্র্যান্ড সুপার বাইকের ফ্রাঞ্চাইজি রয়েছে Moto Vault এর অধীনে। এই সংস্থার হাত ধরে ইতিমধ্যে ভারতবর্ষে লঞ্চ হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সুপারবাইক। এবার তাদের হাত ধরে ইতালির প্রিমিয়াম টু-হুইলার ব্র্যান্ড Moto Morini তাদের পাওয়ারফুল X-Cape ADV ও Seiemezzo 6½ রেট্রো বাইকের সমস্ত মডেলের দাম ঘোষণা করল।

প্রথমেই ম্যাট গ্রে কালারের Seiemezzo 6½ রেট্রো স্ট্রিট মোটরসাইকেল। যার দাম শুরু হচ্ছে ৬.৮৯ লাখ টাকা থেকে। এই বাইকটি মেস্টিলাইজ হোয়াইট ও মিলানো রেড রঙেও মিলবে। উভয় ক্ষেত্রেই দাম পড়বে ৬.৯৯ লাখ টাকা। তার ঠিক পরেই রয়েছে Seiemezzo 6½ রেট্রো স্ক্র্যাম্বলার মোটরসাইকেল। এর ইন্ডিগো ব্লু রংয়ের মডেলটির দাম শুরু হচ্ছে ৬.৯৯ লাখ টাকা থেকে। তবে ম্যাট গ্রিন ও গ্রাফাইট ব্ল্যাক রঙের সংস্করণটির ক্ষেত্রে দাম হবে ৭.১০ লাখ টাকা।

এছাড়াও রয়েছে X-Cape ADV রেঞ্জ। X-Cape 650 এর স্মোকি অ্যানথ্রাসাইট সংস্করণটির দাম পড়বে ৭.২০ লাখ টাকা। এছাড়াও এতে রয়েছে কারারা হোয়াইট ও রেড প্যাশন রংয়ের কম্বিনেশন। সে ক্ষেত্রে দাম পড়বে ৭.৩০ লাখ টাকা। আবার টপ ভ্যারিয়েন্ট X-Cape 650X এই তিনটি আলাদা রঙে উপলব্ধ। এক্ষেত্রে ৭.৪০ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দাম পৌঁছেছে ৭.৫০ লাখে।

X-Cape ও Seiemezzo উভয়ে মোটরসাইকেলেই ৬৫০ সিসির ইঞ্জিন চালিকাশক্তি যোগায়। তবে রেট্রো ভার্সনে ই ইঞ্জিনটি ৮,২৫০ আরপিএম গতিতে ৫৫ এইচপি ক্ষমতা ও ৭,০০০ আরপিএম গতিতে ৫৪ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। কিন্তু অ্যাডভেঞ্চার বাইকে একই ইঞ্জিনের ক্ষমতা খানিকটা বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে সেটি ৮,২৫০ আরপিএম গতিতে ৬০ এইচপি ক্ষমতা ও ৭,০০০ আরপিএম গতিতে ৫৪ এনএম টর্ক জেনারেট করে।

দুটি বাইকই উন্ন স্টিলের ফ্রেম সহ KYB সাসপেনশন পেয়ৈছে। তবে X-Cape এর সামনে ৫০ মিমি ব্যাসের Marzocchi এর অ্যাডজাস্টেবল ফর্ক দেওয়া হয়েছে। অন্যদিকে X-Cape ADV ও Seiemezzo এর সব মডেলই Bosch কোম্পানির ডুয়েল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড হিসাবে দেওয়া থাকছে। এছাড়াও Pirelli এর টায়ারের উপর নির্ভরশীল সবকটি মডেলই। ফিচার্স নিয়ে বলতে গেলে X-Cape ADV তে বেশ খানিকটা বড় সাত ইঞ্চির টিএফটি স্ক্রিন লাগানো রয়েছে। অন্যদিকে Seiemezzo তে রয়েছে খানিকটা ছোট আকৃতির পাঁচ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। তবে সবকটি মডেলের ক্ষেত্রেই এলইডি ডিআরএল সহ এলইডি লাইটিং এর ব্যবস্থা করা রয়েছে।

মোটোভল্টের পরিচালক সংস্থা আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর বিকাশ ঝাবক এই প্রসঙ্গে বলেন, “মোটো মরিনি (Moto Morini) সবকটি প্রোডাক্টটই ইতালিতে প্রস্তুত ও গুণগতমান সর্বোত্তম হওয়ায় এগুলি চালানোর অনুভূতি অনন্য। সুপার বাইকের সেগমেন্টে এই ব্যান্ডটির যথেষ্ট দক্ষতা রয়েছে ও আগামী দিনে Seiemezzo এবং X-Cape এর বাইকগুলি ভারতের অলিতে গলিতে দাপিয়ে বেড়াবে সে ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত।”