Mahindra Bolero Neo+: নতুন নাইন সিটার গাড়ি নিয়ে এল মাহিন্দ্রা, স্করপিওর থেকে সস্তা

বাংলা নববর্ষের শুরুতে মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra) ভারতে তাদের জনপ্রিয় এসইউভি গাড়ির নতুন সংস্করণ নিয়ে লঞ্চ হল। এটি হচ্ছে – Mahindra Bolero Neo Plus SUV। এটি দুই ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে। প্রারম্ভিক দাম রাখা হয়েছে 11.39 লাখ টাকা (এক্স-শোরুম)। গাড়িটি কিনতে আগ্রহী? তাহলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী ডিলারশিপ থেকে এটি বুকিং করা যাচ্ছে। শীঘ্রই Bolero Neo Plus-এর ডেলিভারি শুরু করবে বলে জানিয়েছে মাহিন্দ্রা।

Bolero Neo Plus লঞ্চ করল Mahindra

নতুন Mahindra Bolero Neo Plus-এর মূল্য 11.39 লাখ থেকে শুরু করে 12.49 লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত রাখা হয়েছে। এটি 9-সিটার ভার্সনে অফার করা হয়েছে, যা 2-3-4 লেআউট যুক্ত। আবার 7-সিটার অপশনেও উপলব্ধ এই গাড়ি।

ফিচার্সের প্রসঙ্গে বললে, Mahindra Bolero Neo Plus-এ রয়েছে ডুয়েল টোন ব্ল্যাক বেজ ইন্টেরিয়র, একটি 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ও ব্লুটুথ এবং ইউএসবি, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, অল-ফোর পাওয়ার উইন্ডো, অ্যালয় হুইল, ISOFIX মাউন্ট, ফলো মি হেড ল্যাম্প ইত্যাদি।

সুরক্ষা জনিত বৈশিষ্ট্যের মধ্যে Bolero Neo Plus-এ দেওয়া হয়েছে দুটি ফ্রন্ট এয়ারব্যাগ, ক্যামেরা সহ রিভার্স পার্কিং সেন্সর, এবিএস, ইবিডি, সেন্ট্রাল লুকিং। তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে এই গাড়ি – নাপোলি ব্ল্যাক, ম্যাজেস্টিক সিলভার এবং ডায়মন্ড হোয়াইট। Neo+ এর প্ল্যাটফর্ম Bolero Neo-তেও ব্যবহার করা হয়েছে।

Bolero Neo Plus-এ শক্তির উৎস হিসেবে রয়েছে একটি 2.2 লিটার mHawk ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ 118 বিএইচপি শক্তি এবং 280 এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত 6-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এই একই ইঞ্জিনে ছোটে Mahindra Thar, XUV 700, Scorpio N ও Scorpio Classic-এ। কিন্তু এদের টিউনিং আলাদা।