Fake Lottery Apps: লটারিতে কোটি কোটি টাকা জিততে গিয়ে সর্বস্বান্ত হয়ে যাবেন, সাবধান হোন

আমরা সকলেই জানি যে, বর্তমান সময়ে প্রতারণার জাল কিভাবে দ্রুত শিকড়ের ন্যায় ছড়িয়ে পড়ছে। আর এই জালে জড়িয়েই কত মানুষ খোয়াচ্ছেন তাদের উপার্জিত অর্থ। এই সমস্তটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলিকে অপব্যবহার করে। যেমন সম্প্রতি সাইবার সিকিউরিটি কোম্পানি CloudSEK-এর একটি AI ডিজিটাল রিস্ক প্ল্যাটফর্ম XVigil, কেরালা লটারি ডিরেক্টরির মতো দেখতে দুটি ‘ভুয়ো’ অ্যাপ খুঁজে পেয়েছে। এক্ষেত্রে, সাইবার অপরাধীরা ৬টি ভিন্ন UPI আইডি ব্যবহার করে আর্থিক লেনদেনের কাজ করছে বলে জানা গেছে। এই জালি অ্যাপগুলির মধ্যে সামিল রয়েছে – কেরালা লটারি অনলাইন এবং ইন্ডিয়া কেরালা লটারি। এর ডোমেইন নামগুলি হল – keralaticketone.com, lotteryadda.com, keralaticketonline.com, lottomegawin.com এবং kerala-ticket.com।

উল্লেখিত অ্যাপগুলি মানুষকে অনলাইনে লটারির টিকিট কেনার জন্য প্রলুব্ধ করার মাধ্যমে প্রতারণা করে। শুধু তাই নয়, আরো বেশি সংখ্যক মানুষকে যাতে এই ভুয়ো অ্যাপগুলির সাথে যুক্ত করা যায় তার জন্য সাইবার অপরাধীরা এইসকল অ্যাপের মাধ্যমে রেফারেল লিঙ্ক টেক্সট হিসাবে পাঠিয়ে থাকে। আবার সন্দেহের তীর যাতে তাদের দিকে না ঘোরে, তার জন্য নেপথ্যে থাকা এই অসৎ ব্যক্তিরা নিজেদেরকে সরকারি সংস্থা বলেও দাবি করে। এছাড়া কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ২০০কে+ (200K+) ফলোয়ার সহ অ্যাকাউন্ট থেকে ভুয়ো বিজ্ঞাপনও শেয়ার করা হয়৷ ফেক লটারি অ্যাপ পরিচালনাকারী হ্যাকাররা UPI অ্যাপ থেকে অর্থপ্রদান ও গ্রহণ করার অনুমতি দেয়। এক্ষেত্রে এই UPI অ্যাপগুলি হল- Upibank.com, Upibank.in, indiacashpayment.com, Ybbpay.net এবং Sliderummy.in।

কীভাবে ফেক লটারি অ্যাপের মাধ্যমে জালিয়াতি করা হয় :

এইসকল লটারি অ্যাপ ডিভাইসে ইনস্টল করার পর এটি ভিক্টিমদের একটি সেকেন্ডারি সেল্ফ-হোস্টেড APK ফাইল ইনস্টল করতে বলে। যারপর ওই অ্যাপ দিয়ে নানা উপায়ে প্রতারণা করার চেষ্টা করে। রিপোর্ট অনুসারে, ‘কেরালা লটারি অনলাইন’ এবং ‘ইন্ডিয়া কেরালা লটারি’ উভয় অ্যাপই নামফেরে অনুরূপ প্রাইভেসি পলিসির উপর ভিত্তি করে কাজ করে। আর এই দুটি অ্যাপের ‘ডিটেইলস’ সেকশনে দেখা গেছে যে, এগুলির ডেভলপার একই ব্যক্তি যার মেইল আইডি sanjaykhankerala@gmail.com হিসাবে নিবন্ধিত রয়েছে।

কিভাবে বাঁচবেন ফেক লটারি অ্যাপের জালিয়াতি থেকে :

১. ট্রাস্টেড সোর্স বা বিশ্বস্ত উৎস ছাড়া কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। কেননা APK ফাইল যুক্ত এই ধরনের অ্যাপ ভুয়ো হয়।

২. গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মতো রেজিস্টার্ড প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না।

৩. কোনো অ্যাপ ডাউনলোড করার আগে, সেটির কাজ কী বা অ্যাপটি কীসের জন্য দরকারী তা জানা আবশ্যক। অ্যাপের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত তা ডাউনলোড করবেন না।

৪. টেক্সট মেসেজের মাধ্যমে আসা বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। কারণ অনেক সময় এইরূপ লিঙ্কে ক্লিক করা মাত্রই একটি ম্যালেশিয়াস অ্যাপ আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যেতে পারে, যা গোপনে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

৫. এই প্রতিবেদনে উল্লেখিত ফেক লটারি অ্যাপগুলির কোনোটি থেকে যদি কখনো আপনার কাছে মেসেজ আসে বা ডাউনলোড করার প্রস্তাব দেওয়া হয়, তবে তা উপেক্ষা করুন এবং অবিলম্বে ডিলিট করুন।