ভারতে টেস্ট খেলতে এসে ল্যাজে-গোবরে হয়ে যাওয়া দেশে মেড-ইন-ইন্ডিয়া গাড়ি লঞ্চ করবে Maruti

Avatar

Updated on:

Maruti Suzuki Jimny Fronx to be Launched in Australia

গত জানুয়ারিতে ভারতে আয়োজিত অটো এক্সপোতে মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের চার পাঁচ দরজা যুক্ত জিমনি (Jimny) এবং ক্রসওভার ফ্রঙ্কস (Fronx) উন্মোচন করেছে। গাড়িগুলি নিয়ে ভারত তথা আন্তর্জাতিক মহলেও যথেষ্ট কৌতুহল ছিল। মারুতি ইতিমধ্যেই ভারতে তৈরি নতুন এসইউভি গ্রান্ড ভিতারা (Grand Vitara) লাতিন আমেরিকা ও ইন্দোনেশিয়াতে রপ্তানি শুরু করেছে। এবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, Jimny LWB (বাঁদিকে স্টিয়ারিং) এবং Fronx অস্ট্রেলিয়াতে লঞ্চ করা হবে।

Maruti Suzuki Gymny ও Fronx অস্ট্রেলিয়াতে এক্সপোর্ট করা হবে

জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি বাজার হওয়ার সুবাদে বহু সংস্থা এদেশে যানবাহন উৎপাদনের পরিকাঠামো তৈরি করেছে। মেড ইন ইন্ডিয়া গাড়ি পাড়ি দিচ্ছে নানা দেশে। তাই সে দিক থেকে বিচার করলে জিমনির অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। উল্লেখ্য, জিমনি গুরুগ্রামে মারুতির কারখানায় উৎপাদন হলেও, ফ্রঙ্কসের এর ম্যানুফ্যাকচারিং হবে গুজরাতে।

Maruti Suzuki Gymny ও Fronx এর প্রি-বুকিং 30,000 ছাড়িয়েছে

আত্মপ্রকাশের দেড় মাসের মধ্যে মারুতি জিমনি (২০,০০০) ও ফ্রঙ্কসের (১০,০০০) অগ্রিম বুকিং ৩০,০০০ ছাড়িয়েছে বলে সংস্থার দাবি। সংস্থার অফিসিয়াল ওয়েবসাই ও ডিলারশিপ থেকে গাড়ি দুটির অর্ডার গ্রহণ করা হচ্ছে। প্রথম মডেলটির জন্য লাগছে ২৫,০০০ টাকা এবং দ্বিতীয় মডেলটি ১১,০০০ টাকার টোকেন অ্যামাউন্টে বুক করা যাচ্ছে।

Maruti Suzuki Gymny ইঞ্জিন স্পেসিফিকেশন

পাঁচ দরজা বিশিষ্ট জিমনিতে ১.৫ লিটারে K15B পেট্রোল ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এটি থেকে উৎপাদিত পাওয়ার ও টর্ক আউটপুট ১০৩ বিএইচপি ও ১৩৪ এনএম। সাথে রয়েছে ৫ স্পিডের ম্যানুয়াল এবং ৪ স্পিডের স্বয়ংক্রিয় টর্ক কনভার্টার। ম্যানুয়াল ট্রান্সফার কেস সহ সুজুকির নিজস্ব AllGrip Pro 4WD সিস্টেম রয়েছে এতে।

Maruti Suzuki Fronx ইঞ্জিন স্পেসিফিকেশন

সংস্থার অপর মডেল ফ্রঙ্কস মূলত একটি ক্রসওভার মডেল। মূলত বিক্রি হবে প্রিমিয়াম ডিলারশিপ নেটওয়ার্ক- “নেক্সা” থেকে। এই ক্রসওভারটি সুজুকির HEARTECT প্ল্যাটফর্ম এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটি দুটি ইঞ্জিনের বিকল্পতে উপলব্ধ রয়েছে। প্রথমটি হল নতুন ১.০ লিটারের তিন সিলিন্ডার বিশিষ্ট বুস্টারজেট টার্বো পেট্রোল ইঞ্জিন। আর দ্বিতীয়টি হল ১.২ লিটারের চার সিলিন্ডার বিশিষ্ট ডুয়াল জেট পেট্রোল ইঞ্জিন।

সঙ্গে থাকুন ➥