ব্রেকে সমস্যা থাকায় Maruti Suzuki প্রায় 10,000 গাড়ি ফিরিয়ে নিচ্ছে, আপনারটা নেই তো?

Avatar

Updated on:

Maruti Suzuki recalls nearly 10000 units of Wagon R Celerio and Ignis

Maruti Suzuki তাদের তিন জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি Wagon R, Celerio, এবং Ignis এর ৯,৯২৫ ইউনিট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করল। সংস্থার তরফে জানানো হয়েছে, রিয়ার ব্রেক অ্যাসেম্বলি পিনে যান্ত্রিক ত্রুটি থাকার আশঙ্কায় রিকল অর্ডার জারি করা হয়েছে। চলতি বছরের ৩ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হওয়া ওই তিন মডেলের গাড়িতে সমস্যা থাকতে পারে বলে মত কর্তৃপক্ষের।

মারুতি সুজুকি শেয়ার মার্কেটকে জানিয়েছে, পিছনের ব্রেক অ্যাসেম্বলি পিনে যান্ত্রিক সমস্যার কারণে সেটি ভেঙে গিয়ে জোরে শব্দ সৃষ্টি করতে পারে। এর ফলে গাড়ির অতি গুরুত্বপূর্ণ ব্রেকিং সিস্টেমের উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই আগেভাগে বিষয়টির সমাধান তথা গ্রাহকদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট মডেলের গাড়িগুলি ফেরত চাওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনও সমস্যা দেখা যায়, তাহলে ক্ষতিগ্রস্ত অংশ সারিয়ে দেবে সংস্থা। এর জন্য আলাদা কোনও টাকা লাগবে না৷ পুরোটাই ফ্রি-তে। আপাতত রিপ্লেসমেন্ট পার্টের খোঁজ করছে মারুতি এবং ওয়ার্কশপে গাড়ি নিয়ে আসার জন্য সরাসরি ডিলারশিপের তরফে মালিকদের সঙ্গে যোগাযোগ করা হবে  সেখানে প্রথমে ভাল করে পর্যবেক্ষণ করা হবে৷ এবং তারপর প্রয়োজন বুঝলে ক্ষতিগ্রস্ত অংশ বদলে দেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি মারুতি তাদের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রেকর্ড মুনাফা হয়েছে তাদের। যার কৃতিত্ব অনেকটাই নতুন Brezaa এবং Grand Vitara এসইউভি মডেলকে দেওয়া হয়েছে। Brezaa লঞ্চ হয়েছিল গত ৩০ জুন৷ আর Grand Vitara উন্মোচিত হওয়ার ক’দিনের মধ্যে বুকিং ৫০,০০০ ছাড়িয়ে যায়। তবে ছোট গাড়ির দৌলতে বর্তমানে ভারতের প্যাসেঞ্জার কার মার্কেটের ৪০ শতাংশ অংশীদার মারুতি।

সঙ্গে থাকুন ➥