Apple CarPlay: iPhone এবার থেকে গাড়ির এসি, সাউন্ড সিস্টেমের রিমোটের কাজ করবে

গাড়ির কোর ইনফোটেইনমেন্ট সিস্টেমে আইফোন (iPhone)-এর ইন্টারফেস ও ফিচার বিম করা যায় বলে অ্যাপল (Apple)-এর কারপ্লে (CarPlay) সিস্টেম অত্যন্ত জনপ্রিয়। কারপ্লে সিস্টেমের সাহায্যে এতদিন ধরে ব্যবহারকারীরা মিউজিক, নেভিগেশন, মেসেজিং, ভয়েজ রিকগনিশন (সিরি) ও ফোন করা করা-সহ একাধিক সুবিধা উপভোগ করেছেন। এখন ব্লুমবার্গের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাপল তাদের কারপ্লে সিস্টেমে এমন কিছু ফাংশন যোগ করার ব্যাপারে ভাবছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা তাদের গাড়ির কোর ফিচার – যেমন শীততাপ ব্যবস্থা, স্পিডোমিটার, রেডিও, সিট, সাউন্ড সিস্টেমের নিয়ন্ত্ৰণ করতে পারবেন স্মার্টফোনের একটি টাচেই!

ব্লুমবার্গের দাবি, যে প্রজেক্টের অধীনে ফিচারগুলির উপর কাজ চলছে, অভ্যন্তরীণ ভাবে তার নাম দেওয়া হয়েছে আয়রনহার্ট (IronHeart)। প্রজেক্টটি এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে। গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির সহায়তা পেলেই অ্যাপলে তাদের ইনফোটেইনমেন্ট সিস্টেম প্রস্তুত করতে পারবে।

আলোচ্য প্রতিবেদনে কারপ্লে সিস্টেমের নতুন ফাংশনগুলির ব্যাপারে বলা হয়েছে – চালক গাড়ির বাইরের ও ভেতরের তাপমাত্রা ও আদ্রতার পাঠ নিতে পারবেন। এতে টেম্পারেচার জোন, ফ্যান, ও ডিফ্রস্টার সিস্টেমের বিষয়ে তথ্য থাকবে। সারাউন্ড সাউন্ড স্পিকার, ইকুয়ালাইজার, টুইটার, সাবউফার, সিট, আর্মরেস্ট কন্ট্রোল করা যাবে। ট্যাকোমিটার, স্পিডোমিটার, ও ফুয়েল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে তথ্য পাওয়া যাবে।

আয়রনহার্ট প্রজেক্টের পশ্চাতে অ্যাপলের মূল লক্ষ্য, ইনফোটেইনমেন্ট স্ক্রিন ও ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে পাওয়া সমস্ত ফাংশনকে একত্রিত করে সোজা আইফোনের সাহায্যেই সেগুলি অ্যাক্সেস করার সুবিধা প্রদান করা। অ্যাপল মূলত তাদের কারপ্লে সিস্টেমকে গাড়ির ইন্টারফেসে পরিণত করতে চাইছে এবং এই ধরনের সম্ভাব্য ডেটা সংগ্রহ করে টেক জায়ান্টটি থার্ড পার্টিদের সেই কোর ফাংশনগুলির উপর আরও অ্যাপ্লিকেশন ডেভেলপ করার অনুমতি দিতে পারে। তা ছাড়া ডেটাগুলি অ্যাপলের স্বয়ংচালিত বৈদ্যুতিক গাড়ি প্রকল্প টাইটান (Titan)-এর অগ্রগতিতে সাহায্য করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন