Air Fryer: তেল ছাড়া সুস্বাদু রান্না, বাজেটের মধ্যে সেরা 5টি এয়ার ফ্রায়ারের খোঁজ আপনার জন্য

Morphy Richards, Philips, Xiaomi, Havells এবং Kent-এর মতো স্বনামধন্য ব্র্যান্ডগুলির কয়েকটি দুর্দান্ত এয়ার ফ্রায়ারের বিষয়ে জেনে নিন

স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে ইদানীংকালে এয়ার ফ্রায়ারের (air fryer) জনপ্রিয়তা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিনা তেলে সুস্বাদু খাবার তৈরি করে দেয় বলে এখন এই ডিভাইসটি অনেক বাড়িতেই ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে চলতি সময়ে রান্নার তেলের খরচ বাঁচাতে যদি আপনি কোনো নামজাদা কোম্পানির এয়ার ফ্রায়ার কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজ আমরা Morphy Richards, Philips, Xiaomi, Havells এবং Kent-এর মতো স্বনামধন্য ব্র্যান্ডগুলির কয়েকটি দুর্দান্ত এয়ার ফ্রায়ারের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ অত্যন্ত সস্তায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

Morphy Richards 5L Digital air fryer: ৫৩% ছাড়ের সুবাদে ৭,৯৯৯ টাকায় কেনা যাবে

৮ টি প্রিসেট মেনু সহ আসা মরফি রিচার্ডস ৫এল ডিজিটাল এয়ার ফ্রায়ারে ডিজিটাল কন্ট্রোলের সুবিধা রয়েছে। এফিশিয়েন্ট হিট সার্কুলেশনের জন্য ডিভাইসটিতে আছে ডুয়াল ফ্যান টেকনোলজি। সেইসাথে এটির মারফত সুবিধামতো টাইম অ্যাডজাস্ট এবং টেম্পারেচার কন্ট্রোল করতে সক্ষম হবেন ইউজাররা।

Havells Air Fryer Prolife Crystal: ৪৯% ছাড়ের দরুন ৮,৫৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা

হ্যাভেলস এয়ার ফ্রায়ার প্রোলাইফ ক্রিস্টালে আছে টাচ কন্ট্রোল প্যানেল এবং একটি এলইডি (LED) ইন্ডিকেটর। টাইম এবং টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য ডিভাইসটিতে আটটি প্রিসেট মেনু অপশন মজুত রয়েছে। হ্যাভেলসের এই এয়ার ফ্রায়ারটি অ্যারো ক্রিস্প (Aero Crisp) প্রযুক্তি সহ আসে, যার ফলে ডিভাইসটি সমস্ত দিকে অতি দ্রুত এয়ার সার্কুলেট করতে পারে।

Philips air fryer 4.1L: ২৫% ছাড়ের দৌলতে ৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে

৪.১ লিটার ক্যাপাসিটিযুক্ত ফিলিপসের এই ডিভাইসটিকে এয়ার ফ্রায়ারের পাশাপাশি রোস্ট, বেক, গ্রিল এবং রিহিটের মতো একাধিক কাজে অতি অনায়াসে ব্যবহার করা যেতে পারে। ১.৮ মিটার কর্ড লেন্থ সহ আসা এই ইলেকট্রনিক গ্যাজেটটি ১৪০০ ওয়াট হিটিং পাওয়ার খরচ করে।

Kent 16096 Classic Hot air fryer 4L: ৪৪% ডিসকাউন্টের সৌজন্যে ৪,৪৪৪ টাকায় উপলব্ধ

৪ লিটার ক্যাপাসিটিযুক্ত কেন্ট ১৬০৯৬ ক্লাসিক হট এয়ার ফ্রায়ারে অতি অনায়াসে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য একটি সহজে ব্যবহারযোগ্য টেম্পারেচার কন্ট্রোল নব দেওয়া হয়েছে। ডিভাইসটিতে অটো কাট অফ ফিচার সহ ৩০ মিনিটের টাইমার রয়েছে, যার দৌলতে রান্না শেষ হয়ে গেলে এয়ার ফ্রায়ারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

Xiaomi Smart air fryer: ৪৭% ছাড়ের সুবাদে ৭,৯৯৯ টাকায় খরিদ করা যাবে

শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ারে রয়েছে ওএলইডি (OLED) ডিসপ্লে। এছাড়া, এই ডিভাইসটি ৫০ টিরও বেশি রান্নার রেসিপি, একাধিক কুকিং মোড, ডুয়াল-স্পিড ফ্যান, ইচ্ছেমতো যে-কোনো টেম্পারেচার সিলেকশনের সুবিধা, অ্যাপ্লিকেশন কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ আরও অজস্র কার্যকর ফিচার সহ আসে।