চব্বিশের শুরুতেই ধামাকা, OnePlus 12-এর গ্লোবাল লঞ্চ 23 জানুয়ারি, সঙ্গে আরও চমক

OnePlus 12 তেইশ সালের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এই সপ্তাহেই আত্মপ্রকাশ করেছে। চীনে লঞ্চ হওয়ার আগে শোনা যাচ্ছিল, এটি আগামী বছরের শুরুতে গ্লোবাল মার্কেটে পা রাখবে। জল্পনা সত্যি করে আজ অবশেষে OnePlus 12-এর গ্লোবাল লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে সংস্থা। ফোনটি আগামী ২৩ জানুয়ারি বিশ্ববাজারে মুক্তি পেতে চলেছে। একই সাথে OnePlus 12R-এর ওপর থেকেও পর্দা সরানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

OnePlus 12 ও OnePlus 12R আগামী মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে

বেলজিয়ামের এন্টওয়ার্পে অনুষ্ঠিত নেভার সেটেল সামিট (Never Settel Summit)-এ ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা আগামী ২৩ জানুয়ারি গ্লোবাল মার্কেটে ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১২ ফোনটি লঞ্চ করবে। ওয়ানপ্লাস ব্র্যান্ড প্রতিষ্ঠান দশ বছর উদযাপন করতে এবং কোম্পানির কমিউনিটিকে একত্রিত করার উদ্দ্যেশ্যে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওয়ানপ্লাস বেনেলাক্স (OnePlus Benelux)-এর কান্ট্রি ম্যানেজার আলেকজান্ডার ঘোষণা করেছেন যে, ২৩ জানুয়ারি ওয়ানপ্লাস ১২-এর সাথে ইউরোপে ওয়ানপ্লাস ১২আর ফোনটিও উন্মোচন করা হবে।

ইতিমধ্যেই সূত্র মারফৎ জানা গেছে যে, ওয়ানপ্লাস ১২আর ফোনটিতে ওয়ানপ্লাস ১২-এ থাকা নতুন ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের পরিবর্তে গত বছরের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহৃত হবে। ওয়ানপ্লাস ১২আর চীনে ওয়ানপ্লাস এস ৩ হিসাবে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

স্মার্টফোন লঞ্চ করার পাশাপাশি, ওয়ানপ্লাস ইন্টারনেট অফ থিংস (IoT) মার্কেটে বিস্তারলাভ করার পরিকল্পনাও করছে। তবে, চীনা কোম্পানিটি এই সেগমেন্টে কি কি ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে, সে সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করেনি। কিন্তু আসন্ন লঞ্চ ইভেন্টে ওয়ানপ্লাস বাডস ৩ লঞ্চ হতে পারে বলে আশা করা যায়, কেননা সম্প্রতি এই ইয়ারবাডটিকে একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

OnePlus 12-এর স্পেসিফিকেশন

OnePlus 12-এ গ্লাস ও মেটাল বিল্ড এবং আইপি৬৫ (IP65)-রেটিং সহ এসেছে। কিউএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮২ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। এতে বড় ভিসি কুলিং সিস্টেম রয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে, OnePlus 12-এ OnePlus Open-এর অনুরূপ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং হ্যাসেলব্লাড (Hasselblad) ইমেজ প্রসেসিং সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম বিদ্যমান৷

এছাড়া, OnePlus 12-এ ৫জি, ওয়াইফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪ সহ একাধিক কানেক্টিভিটি অপশন রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে রান করে এবং এতে পাওয়ার ব্যাকআপের জন্য ১০০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৫,৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।