Moto G54: মোটোরোলার ফোন একলাফে 3,000 টাকা সস্তা হল, নতুন দাম জেনে নিন

মোটোরোলা (Motorola) গত সেপ্টেম্বর মাসে Moto G54 5G স্মার্টফোনটিকে ১৫,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে ভারতের বাজারে লঞ্চ করেছিল। আর এখন কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে ফোনটির দাম কমানো হয়েছে। ডিভাইসটি এখন উল্লেখযোগ্য ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে, যা লঞ্চ প্রাইসের চেয়ে আরও সাশ্রয়ী মূল্যের বিকল্প করে তুলেছে৷ আসুন তাহলে Moto G54 5G-এর ছাড়যুক্ত মূল্য এবং এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Moto G54 5G পাওয়া যাচ্ছে ব্যাপক ছাড়ের সাথে

সেপ্টেম্বর মাসে মোটো জি৫৪ ৫জি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই দুটি স্টোরেজ ভার্সনে ভারতীয় বাজারে লঞ্চ হয়। এগুলির দাম যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ১৮,৯৯৯ ছিল৷ দাম কমানোর পর এখন, বেস মডেলটি ১৩,৯৯৯ টাকা এবং উচ্চতর মডেলটি ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ, মোটো জি৫৪ ৫জি-এর উভয় ভ্যারিয়েন্টের দামই ৩,০০০ টাকা কমানো হয়েছে।

ইতিমধ্যেই, মোটো জি৫৪ ৫জি তার নতুন দামে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং এদেশের জনপ্রিয় ই-রিটেলার, ফ্লিপকার্ট (Flipkart)-এ পাওয়া যাচ্ছে। ফোনটির মিডনাইট ব্লু, পার্ল ব্লু এবং মিন্ট গ্রিন – এই তিন কালার অপশনের ওপরই নতুন দামটি প্রযোজ্য৷ জানিয়ে রাখি, মোটো জি৫৪ ৫জি-এ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর দ্বারা চালিত।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Moto G54 5G বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ক্যামেরার ক্ষেত্রে, ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

Moto G54 5G অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হয়, তবে এটি শীঘ্রই অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে উন্নত অডিওর জন্য স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।