Redmi Pad 5 শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

রেডমি শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন ট্যাবলেট, Redmi Pad 5 উন্মোচন করবে বলে জানা গেছে। এই আপকামিং ট্যাবলেটটি সম্পর্কে রেডমির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে একটি নতুন রিপোর্টে Redmi Pad 5-এর প্রত্যাশিত মূল্যের সাথে এর কিছু প্রধান স্পেসিফিকেশন সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এই আসন্ন ট্যাবলেটটির দাম গত বছর আগস্টে লঞ্চ হওয়া Xiaomi Pad 5-এর থেকে কম রাখা হবে। প্রসঙ্গত, রেডমি ব্র্যান্ডটির মূল সংস্থা শাওমি, ইতিমধ্যেই ভারতে Xiaomi Pad 5 ট্যাবটি উন্মোচন করেছে, যা ১২০ রিফ্রেশ রেটের ১০.৯৫ ইঞ্চির ২.৫ কে+ (2.5K+) ডিসপ্লের সাথে এসেছে।

ফাঁস হল Redmi Pad 5-এর দাম ও প্রধান স্পেসিফিকেশন

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা (@stufflistings)- এর সাম্প্রতিক টুইট অনুযায়ী, রেডমি প্যাড ৫ শীঘ্রই ভারতে বাজারে আসতে পারে। আবার আইটি হোম (IT Home)-এর রিপোর্টে আসন্ন ট্যাবলেটটির মূল্য এবং প্রধান স্পেসিফিকেশনগুলি উল্লেখ করা হয়েছে।

রেডমি প্যাড ৫- এর সম্ভাব্য মূল্য (Redmi Pad 5 Expected Price)

চীনে রেডমি প্যাড ৫-এর দাম ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,১০০ টাকা) রাখা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, শাওমি প্যাড ৫ ট্যাবটি ভারতে লঞ্চ হয়েছে ২৬,৯৯৯ টাকায়। ফলে বলা যায়, ভারতে আসন্ন রেডমি ট্যাবলেটের দাম শাওমি ট্যাবটির তুলনায় কিছুটা কমও রাখা হতে পারে।

রেডমি প্যাড ৫ সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi Pad 5 Expected Specifications)

আইটি হোম-এর রিপোর্ট অনুযায়ী, এই ট্যাবলেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এই ট্যাবটি ৫জি কানেক্টিভিটি সহ আসতে পারে। এতে এসএ এবং এনএসএ ডুয়েল ৫জি মোড সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। Redmi Pad 5 ট্যাবলেটে একটি আল্ট্রা-লিনিয়ার কোয়াড-স্পিকার সেটআপ উপস্থিত থাকতে পারে। ডিসপ্লেতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর ব্যাটারির ক্ষমতা সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে রেডমি প্যাড ৫-এ ৩০ ওয়াট আল্ট্রা-ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ভিত্তিক এমআইইউআই প্যাডওএস ১৩ (MIUI PadOS 13) ইউজার ইন্টারফেসে চলতে পারে। এছাড়াও, Redmi Pad 5-এ এআই (AI) ফটোগ্রাফি ক্ষমতা সহ একটি সনি ইমেজ সেন্সর থাকতে পারে।

প্রসঙ্গত, Xiaomi Pad 5 ইতিমধ্যেই ভারতের বাজারে পা রেখেছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬৪০ (Adreno 640) জিপিউই যুক্ত রয়েছে। ট্যাবলেটটি ১১ ইঞ্চির ২.৫কে প্লাস (২,৫৬০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এই শাওমি ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Pad 5-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৮,৭২০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে।