4000 টাকা দাম কমলো Motorola-র এই দুর্দান্ত ফিচারের ফোন, পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা

পুরানো ফোনের বিনিময়ে ফুল এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে Motorola G84 5G ডিভাইসটি ৯ হাজার টাকারও কম দামে আপনার হয়ে যেতে পারে

Motorola G সিরিজের ফোনগুলি ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। আপনিও যদি কোম্পানির একই সিরিজের ফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্টে আপনার জন্য নিয়ে এসেছে একটি দারুণ ডিল। এই ডিলে ফ্লিপকার্ট এমআরপির চেয়ে অনেক কম দামে ১২ জিবি র‌্যামের Motorola G84 5G স্মার্টফোন বিক্রি করছে। এই ফোনের এমআরপি ২২,৯৯৯ টাকা।

তবে এখন এটি ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার এই ফোনের উপর ১০,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। পুরানো ফোনের বিনিময়ে ফুল এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে Motorola G84 5G ডিভাইসটি ৯ হাজার টাকারও কম দামে আপনার হয়ে যেতে পারে। আবার ব্যাঙ্ক অফারে আপনি এই ফোনের দাম ১,৫০০ টাকা পর্যন্ত কমাতে পারবেন।

Motorola G84 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটো জি৮৪ ৫জি ফোনে আছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি+ পোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০০x১০৮০ পিক্সেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। প্রসেসর হিসেবে এই ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ দেওয়া হয়েছে। আর ফটোগ্রাফির জন্য এই ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা বর্তমান। 

এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা হিসাবেও কাজ করে। ফোনের মূল ক্যামেরাটি ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাথে এসেছে। সেলফি তোলার জন্য মোটো জি৮৪ ৫জি ডিভাইসে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য পাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।