Tecno Spark 20C: খুব অল্প দামে ভাল ফোন আনছে টেকনো, ক্যামেরায় ছবিও উঠবে সুন্দর

টেকনো (Tecno) বর্তমানে গ্লোবাল মার্কেটে তাদের মিড-রেঞ্জ ডিভাইসগুলি লঞ্চ করায় মনোনিবেশ করেছে। ব্র্যান্ডটি সম্প্রতি ক্যামেরা-কেন্দ্রিক Tecno Camon 20 সিরিজটি উন্মোচন করেছে। তবে শোনা যাচ্ছে শীঘ্রই টেকনো বাজারে একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ করবে, যা তাদের Spark-সিরিজের অংশ হবে। এটি Tecno Spark 20C নামে আত্মপ্রকাশ করতে পারে। লঞ্চের আগেই এখন ফোনটি MediaTek Helio P35 প্রসেসর এবং ৪ জিবি র‍্যামের সাথে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গেছে।

Tecno Spark 20C হাজির Geekbench ডেটাবেসে

BG7 মডেল নম্বর সহ টেকনো স্পার্ক ২০সি ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংয়ে উল্লেখিত মোবাইল প্ল্যাটফর্ম সম্পর্কিত তথ্য অনুযায়ী, ডিভাইসটি মিডিয়াটেক-এর অক্টা-কোর হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়াও, স্মার্টফোনটিতে ৪ জিবি র‍্যাম পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর সম্ভবত হাইওএস ১৩ (HiOS 13) কাস্টম স্কিনের স্তর থাকবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, টেকনো স্পার্ক ২০সি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১৬৮ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৯৮২ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু এগুলি ছাড়া, টেকনো ডিভাইসটির সম্পর্কে আর কোনও তথ্য বেঞ্চমার্ক লিস্টিংয়ে উল্লেখ করা হয়নি। তবে হ্যান্ডসেটটি শীঘ্রই লঞ্চ করা হতে পারে, কারণ এটি ইতিমধ্যে একাধিক সার্টিফিকেশন পেয়েছে৷

যেমন গিকবেঞ্চের পাশাপাশি, Tecno Spark 20C-কে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) ওয়েবসাইটেও দেখা গেছে, যা ডিভাইসটির মার্কেটিং নেম হিসেবে Tecno Spark 20C (BG7) নিশ্চিত করেছে। এই লিস্টিং অনুযায়ী, স্মার্টফোনটিতে ব্লুটুথ ভি৫.০ ভার্সন সাপোর্ট থাকবে।

জানিয়ে রাখি, টেকনো স্ট্যান্ডার্ড Tecno Spark 20-এর ওপর কাজ করছে বলেও জল্পনা রয়েছে। একটি সূত্র থেকে জানা গেছে যে, Tecno Spark 20 ভারতে এবং বিশ্ব বাজারে অক্টোবর-নভেম্বরে মাস নাগাদ উন্মোচন করা হবে। এটি ইঙ্গিত করছে যে, Tecno Spark 20C মডেলটি সম্ভবত এর সাথেই লঞ্চ হবে। রেগুলার Spark 20-তে MediaTek-এর Helio G85 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এটি বিশাল ৬.৭৮ ইঞ্চির এলসিডি প্যানেলের সাথে আসবে, যা ৭২০ x ১,৬১২ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করবে। হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসবে বলেও জানা গেছে।